দেশের খবর
পাঁচ বছর পর মায়ের কাছে যোগী, টুইট করে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মাথায় হাজারটা কাজের চাপ। জনগণের দায়িত্ব সামলে গত পাঁচ বছরে সময় হয়ে ওঠেনি বাড়ি যাওয়ার। অবশেষে সময় বার করে পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাতে উত্তরাখণ্ড রাজ্যে নিজের গ্রামের বাড়িতে গেলেন Uttarpradesh-এর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
জানা গিয়েছে, দেশজুড়ে কোভিড পরিস্থিতি শুরু হওয়ার আগে থেকেই নানা কাজে আর যাওয়া হয়ে ওঠেনি যোগীর নিজের বাড়িতে। যারফলে প্রায় পাঁচ বছর মায়ের সঙ্গে দেখাও হয়নি ছেলের। এই অবস্থায় শেষপর্যন্ত কাজের ফাঁকে সময় বার করে মঙ্গলবার মা সাবিত্রী দেবীর সঙ্গে দেখা করতে উত্তরাখণ্ডে নিজের বাড়িতে যান যোগী আদিত্যনাথ।
জানা গিয়েছে, উত্তরাখণ্ড রাজ্যের গারোয়াল জেলার পাউরি গ্রামে রয়েছে যোগী আদিত্যনাথের পৈতৃক বাড়ি। সেখানেই থাকেন যোগীর মা সাবিত্রী দেবী। এদিন গ্রামের বাড়িতে মায়ের সঙ্গে দেখা এবং পারিবারিক এক অনুষ্ঠানে যোগ দিতে উত্তরাখণ্ডে যান তিনি।
উল্লেখ্য, ২০২০ সালে মারা যান যোগী আদিত্যনাথের বাবা। সেই সময় গোটা দেশ সহ উত্তরপ্রদেশেও কোভিড পরিস্থিতি মারাত্মক আকার নেওয়ায় ইচ্ছা থাকলেও শেষপর্যন্ত বাবার শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি তিনি। যারফলে প্রায় পাঁচ বছর পর সময় বার করে অবশেষে নিজের গ্রামে ৮৫ বছরের বৃদ্ধা মায়ের সঙ্গে দেখা করতে যান ছেলে যোগী আদিত্যনাথ।
আরও পড়ুন: পি চিদাম্বরমকে ঘিরে হাইকোর্টে বিক্ষোভ
এদিন পাউরি গ্রামে যোগী আদিত্যনাথকে স্বাগত জানাতে রাস্তার দু’ধারে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। এছাড়াও তাঁকেঅভ্যর্থনা জানাতে পাহাড়ি গানেরও ব্যবস্থা করা হয়েছিল। শুধু তাই নয়, এদিন তাঁর বাড়িতে রান্না করা হয়েছিল যোগীর প্রিয় সমস্ত ধরণের পদ।
মুখ্যমন্ত্রীর এই সফরের সময়, তিনি পাঁচুর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে মহাযোগী গুরু গোরক্ষনাথ সরকারি কলেজ ক্যাম্পাসে তার গুরু মহন্ত অবৈদ্যনাথের মূর্তি উন্মোচন করেন।
माँ pic.twitter.com/3YA7VBksMA
— Yogi Adityanath (@myogiadityanath) May 3, 2022
এরপর তিনি বলেন, ”এটা আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে, আমি আমার শিক্ষকদের সম্মান করার সুযোগ পেয়েছি। আমি এখানে ক্লাস নাইন পর্যন্ত পড়াশোনা করেছি এবং তারপর এই শহর ছেড়েছি। আমি দুঃখিত যে বেশিরভাগ শিক্ষক এখন আর আমাদের মধ্যে নেই।”
আরও পড়ুন: ট্রেন থামিয়ে সুরাপানে ব্যস্ত লোকোপাইলট, তুমুল হইচই বিহারে
এছাড়াও এদিন তিনি উত্তরাখণ্ড সরকার এবং মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানান। যোগী আরও বলেন, ”আমার ইচ্ছা ছিল অক্ষয় তৃতীয়ায় গঙ্গোত্রী-যমুনোত্রী দর্শনে যাওয়ার। কিন্তু ওইদিন ইদ থাকায় নানা ব্যস্ততার কারণে তা আর হয়ে ওঠেনি। উত্তরপ্রদেশে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এদিন রাস্তায় নামাজ পড়তে বের হন। আমি চাইনি ওইদিন আমার জন্য রাস্তায় অযথা ট্র্যাফিক জ্যাম হোক।”
অন্যদিকে, উত্তরপ্রদেশ থেকে প্রায় এক লাখের উপরে লাউড স্পিকার খুলে নেওয়া প্রসঙ্গে এদিন মুখ খোলেন যোগী। তিনি বলেন, লাউড স্পিকারের জন্য অযথা শব্দ দূষণ হচ্ছিল শহরে। তাই সব লাউড স্পিকার খুলে নেওয়া হয়েছে। ধর্মীয় স্থানে লাউড স্পিকার ব্যবহারে কাউকে বাধা দেওয়া হচ্ছে না। তবে স্পিকার ব্যবহারে ধর্মীয় স্থানের বাইরে যাতে আওয়াজ না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।”
আরও পড়ুন: কাঠমান্ডুর নাইট ক্লাবে রাহুল! ভাইরাল ভিডিও
উল্লেখ্য, বুধবার যোগী আদিত্যনাথ হরিদ্বারের NH-58-এর কাছে গঙ্গা সংলগ্ন উত্তরপ্রদেশ পর্যটন কর্পোরেশনের ভাগীরথী হোটেলের উদ্বোধন করবেন। এটি ৪১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। ২০১৮ সালের মে মাসে তিনি হোটেলটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।