Mamata Banerjee: 'চব্বিশে বিজেপি আসবে না, আসবে না, আসবে না', বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Connect with us

বাংলার খবর

Mamata Banerjee: ‘চব্বিশে বিজেপি আসবে না, আসবে না, আসবে না’, বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পূর্ব ঘোষণা মতোই বুধবার উত্তরপাড়ার হিন্দমোটরে একগুচ্ছ শিল্প প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়েও মুখ্যমন্ত্রীর ভাষণে উঠে এল সেই পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়দের প্রসঙ্গ। তবে, একটি বারের জন্যও নির্দিষ্ট ভাবে নাম নেননি মুখ্যমন্ত্রী।

বিজেপির বিরুদ্ধে ফের হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “চব্বিশে বিজেপি আসবে না, আসবে না, আসবে না।” তিনি আরও বলেন, ”মহারাষ্ট্র ভেঙে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বাংলার দিকে নজর দিয়েছে। অত সস্তা নয়। বাংলাকে ভাঙতে হলে লড়তে হবে, বাংলা ভয় পাবে না। ব্রিটিশরাও এমন অত্যাচার করত না, এই ত্রাস ছিল না। ২০২৪-এ বিজেপি আসবে না। কী অঙ্ক, কীভাবে হবে বলতে পারব না, তবে আসবে না। বাড়ি বদলালেও আসবে না। জ্যোতিষীরাও সেই কথা বলছে।”

আরও পড়ুন: Kerala: লকডাউনে বাড়ি বসে বানিয়েছিলেন প্লেন, নিজের প্লেনেই সপরিবারে ইউরোপ সফরে যুবক

Advertisement

তিনি আরও বলেন, ”২১ জুলাইয়ের সভার পর ২২ তারিখেই কেন পদক্ষেপ নেওয়া হল? ভোর রাতে কেন হানা? এজেন্সির নামে অন্য দলের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। টাকা লুঠ করে দেশটাকে লুঠেরায় পরিণত করে দিয়েছে। এটা দেশের গণতন্ত্রের পক্ষে ভাল নয়। আর কথা বলতে গেলেই সকলকে সাসপেন্ড। আর কোনও কাজ নেই। খালি তিন-চারটে এজেন্সিকে দিয়ে সরকারকে জব্দ করছে।”

আরও পড়ুন: Viral Video: ‘প্রতিদিন মাকে হাসানোর চেষ্টা করো’, কালামের পুরোনো ভিডিয়ো দেখে আপ্লুত নেটিজেনরা

বাংলার উন্নয়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”সারা বাংলা আজ উন্নতি করছে। বেঙ্গল এখন গেটওয়ে হয়ে গিয়েছে। বাংলাতে শিল্প করার জন্য কত অনুরোধ আসে, আপনারা বিশ্বাস করতে পারবেন না। ৫০ থেকে ৬০ হাজার আইটি চাকরি হবে। এখানে চাকরি ছুট-এর সংখ্যা কম। কিন্তু ওরা শিল্প চায় না। আমরা শিল্প চাই। আইনি প্রক্রিয়া মেনেই হিন্দমোটরে ৭০০ একর জমি অধিগ্রহণ করতে উদ্যোগী রাজ্য সরকার।”

Advertisement

আরও পড়ুন: Mamata Banerjee : ‘আমার গায়ে কালি ছেটালে হাতে আলকাতরা আছে’, কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন: Visvabhrati University: ব্রহ্ম বিশ্ববিদ্যালয়ে কালী নিয়ে আলোচনা সভা, প্রতিবাদে সরব পড়ুয়ারা

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.