দেশের খবর
৪৩ বছর ধরে স্টেশনে চলছে ভূতের রাজত্ব! আপনি কি জানেন কোথায় অবস্থিত সেই স্টেশন?
এই স্টেশনটি বিগত ৪৩ বছর ধরে বন্ধ করে রাখা হয়েছে। এই স্টেশনের কাছাকাছি আসা মাত্রই কেন ট্রেনের স্পিড বাড়িয়ে

বেঙ্গল এক্সপ্রেস: ভারতে এমন এক রেলস্টেশন রয়েছে যে স্টেশনের কাছাকাছি কোন ট্রেন আসা মাত্র বাড়িয়ে দেয় তার স্পিড। এবং স্পিড বাড়ার সাথে সাথে বন্ধ করে দেওয়া হয় ট্রেনের জানালা ও দরজা।
ভারতের ওয়েস্ট বেঙ্গল এর বেগুনকোদর স্টেশন। এই স্টেশনটি বিগত ৪৩ বছর ধরে বন্ধ করে রাখা হয়েছে। এই স্টেশনের কাছাকাছি আসা মাত্রই কেন ট্রেনের স্পিড বাড়িয়ে দেয়া হয়? কারণ হচ্ছে যে, যখন কোন ট্রেন স্টেশনের সামনে দিয়ে পার হয় তখন একটু সাদা শাড়ি পড়া মেয়ে ট্রেনে উঠবার জন্য অনেক চেষ্টা করে। এমনকি সেই মেয়ে ট্রেনে উঠবার জন্য দৌড় অব্দি দেয় এবং তার দৌড়ের স্পিড একটি চলন্ত ট্রেন এর গতির সমান। এই ঘটনাটা শুরু হয় ওই স্টেশনেরী স্টেশন মাস্টার মোহন এবং আর কিছু লোককে দিয়ে।
তারা নাকি একটি মেয়েকে প্রতিনিয়ত দেখতে পেত স্টেশনে থেকে ট্রেনে উঠবার জন্য অনেক চেষ্টা করছে। কিন্তু তার কথায় কেউ তেমন পাত্তা দেয়নি, গুরুত্বপূর্ণ এই বিষয়টিতে। প্রায়োরিটি দেওয়া হয় তখন যখন ওই স্টেশনের স্টেশন মাস্টার মোহন এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের মৃতদেহ অনেক খারাপ অবস্থায় ওই স্টেশনে পাওয়া যায়। আর সেই ঘটনার পর থেকেই সবার মনের বসে যায় এক অচানক ভয়। এবং সেখানকার কিছু লোক লিখিত জানান যে স্টেশন যেন খুব শীঘ্রই বন্ধ করে দেওয়া হয়।