Uncategorized
সঙ্গীত জগতের আরেক নক্ষত্রের পতন! প্রয়াত হলেন সুরিন্দর
বুধবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতার কারণে লুধিয়ানা ডিএমসি হাসপাতালে এডমিট ছিলেন

বেঙ্গল এক্সপ্রেস: সংগীতের দিনে আবার এক শোকের ছায়া নেমে এলো। ইহলোক ছেড়ে পরলোক গমন করলেন পাঞ্জাবের গায়ক সুরিন্দর সিন্দা। বুধবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতার কারণে লুধিয়ানা ডিএমসি হাসপাতালে এডমিট ছিলেন।
মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ৬৪ বছর। অনেকদিন ধরে হাসপাতালে থাকলেও তার শারীরিক পরিস্থিতির কোনো রকম উন্নতি হয়নি। এমনকি গায়ক কে চিকিৎসার জন্য ভেন্টিলেটর রাখা হয়েছিল। কিন্তু অসীম চেষ্টার পরেও তাকে আর বাঁচানো সম্ভব হয়ে ওঠেনি। এর আগেও গায়ক সুরিন্দরকে নিয়ে অনেক ভুয়া খবর ঘটিয়েছে কিন্তু তার ছেলেমনিন্দর চিন্তা বলেন যে এইসব খবর সব ভূয়া এবং মিথ্যে। আমার বাবার কোন রকমের অসুখ হয়নি এখন তিনি অনেক ভালো রয়েছেন এমনকি তাকে ভেন্টিলেটেরও রাখা হয়নি।
আরও পরুন-কোন জায়গায় রয়েছে ধনীদের বস্তি আপনি কি জানেন?
কিন্তু ঘটনাচক্রে এইসব কথাই যেন সত্যি হয়ে উঠলো। বিশ দিন ধরে হসপিটালে থাকার পর মারা যান সুরিন্দর সিন্দা। বিখ্যাত পাঞ্জাবের গায়ক সুরিন্দর একাধারে ছিলেন গায়ক এবং অন্যধারে ছিলেন একজন অভিনেতা ও। তিনি বেশ কয়েকটা ছবিতেই অভিনয় করেছেন।সুরিন্দর সিন্দা ১৯৫৩ সালের পাঞ্জাবের লুধিয়ানা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি পাঞ্জাবি গায়ক কুলদীপ মানবের সহযোগী ছিলেন। এছাড়াও তিনি প্রয়াত অমর সিং চামকিলা গিল হরদীপ মানিনদের জিন্দা শিব সিমরান পাল সুন্দর ছেলেকেও সংগীত শিখিয়েছিলেন।