খেলা-ধূলা
৩৫ বছর জন্মদিনের দিনই কি ভাঙতে চলেছে নেহু ও রহু ঘর?
সংগীত জগতের এক অন্যতম জুড়ি হল গায়িকা নেহা কাক্কার এবং তার স্বামী রোহন প্রীত সিং

বেঙ্গল এক্সপ্রেস: বলিউড অভিনেত্রীদের মতো সংগীত শিল্পী রাও কিন্তু চর্চার কোন অংশে কম নেই। তেমনি সংগীত জগতের এক অন্যতম জুড়ি হল গায়িকা নেহা কাক্কার এবং তার স্বামী রোহন প্রীত সিং। তাদের বয়সের গ্যাপ আট বছর হলেও তাদের সম্পর্ক কিন্তু বেশ মধুর ও মজবুত।
গত 6 জুন রাত বারোটার সময় গায়িকা নেহা কাক্কারের বাড়িতেই উদযাপন হয় তার জন্মদিন। সেখানে ক্রিকেটার উজবেন্দ্র চাঁচল এবং তার স্ত্রী ধনশ্রী চাচল কে দেখা গিয়েছিল। জন্মদিনের অনুষ্ঠানে সবাই উপস্থিত থাকল রোহান প্রীত সিং তিনি ছিলেন না। তবে কোথায় ছিলেন তিনি? তার অনুপস্থিতিতে তাদের ভক্তদের ভাবিয়ে তুলছিল যে তাদের মধ্যে কোন মনোমালিন্য হয়নি তো। তাহলে কি আর একসাথে থাকছেন না নেহু এবং রুহু।
আরও পড়ুন-“ইতিহাসের সব থেকে বড় দাবানল” কোথায় হয়েছে জানেন? বিস্তারিত পড়ুন
৩৫ বছরের জন্মদিনে অনেকগুলো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন গায়িকা নিজেই। সেইখানে কেক কাটা থেকে কেক খাওয়ানো এবং সবার সাথে ছবি তোলা সব ছবি রয়েছে সেখানে। এমনকি সুন্দর করে ঘরটাকেও সাজানো হয়েছে। আর সেই সব ছবি ইন্টারনেটে পোস্ট করে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন নেহা কাক্কার।
কিন্তু এত কিছুর মধ্যেও রোহান প্রীত সিং কে কোথাও দেখা যায়নি। তাহলে কি তারা আর থাকছেন না একসাথে। তা অবশ্য এখনো সঠিকভাবে জানা যায়নি।