বাংলার খবর
Mamata Banerjee: হিন্দমোটরের মঞ্চ থেকে কর্মসংস্থানের দিশা দিলেন মমতা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ইডি নিয়ে উত্তপ্ত বাংলার রাজ্য-রাজনীতি। সেই গরম আবহেই আজ বুধবার দুপুর ১টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হিন্দমোটরে কোচ ফ্যাক্টরির উদ্বোধন হল। এই ফ্যাক্টরির উদ্বোধনের ফলে ভারতীয় ব্রডগেজ রেলের কোচ ও মেট্রো রেলের কোচ তৈরি হবে এবার বাংলাতেই।
এদিকে বুধবার হুগলির হিন্দমোটরে কোচ ফ্যাক্টরির উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চ থেকে ফের বাংলায় কর্মসংস্থানের দিশা দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,”সারা বাংলা আজ উন্নতি করছে। বেঙ্গল এখন গেটওয়ে হয়ে গিয়েছে। বাংলাতে শিল্প করার জন্য কত অনুরোধ আসে, আপনারা বিশ্বাস করতে পারবেন না! ৫০ থেকে ৬০ হাজার আইটি চাকরি হবে। এখানে চাকরি ছুট-এর সংখ্যা কম। কিন্তু ওরা শিল্প চায় না। আমরা শিল্প চাই। আইনি প্রক্রিয়া মেনেই হিন্দমোটরে ৭০০ একর জমি অধিগ্রহণ করতে উদ্যোগী রাজ্য সরকার।”
আরও পড়ুন: Mamata Banerjee: ‘চব্বিশে বিজেপি আসবে না, আসবে না, আসবে না’, বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
তিনি আরও বলেন, ”১৫ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ হচ্ছে রাজ্যে। বাম আমলে হিন্দুস্থান মোটরকে অনেকটা জমি দেওয়া হয়। ৭০০ একর জমি বিনা কারণে খালি পড়ে রয়েছে। প্রয়োজনে আইন অনুযায়ী অধিগ্রহণ করবে রাজ্য। পুরুলিয়ার রঘুনাথপুরে ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে রাজ্য। দেউচা পাঁচামির কয়লা উঠলে সস্তায় বিদ্যুৎ পাওয়া যাবে। তাজপুর বন্দর তৈরিতেও ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। অন্ডালে আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করা হবে। অশোকনগরে ওএনজিসি খনিজ তেল ও গ্যাস উত্তোলন করছে।” সবমিলিয়ে ২১ জুলাইয়ের পর এদিন হুগলি থেকে ফের রাজ্যে শিল্পের উন্নয়ন এবং কর্মসংস্থানে নতুন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: Weather Update: মিলবে স্বস্তি, বর্ষণের পূর্বাভাস গোটা দক্ষিণবঙ্গে
আরও পড়ুন: Bankura News: গ্রাহকদের থেকে টাকা হাতিয়ে বেপাত্তা, পুলিশের জালে পোস্টমাস্টার
আরও পড়ুন: হিন্দমোটরেই তৈরি হবে মেট্রো রেলের কোচ, উদ্বোধন মুখ্যমন্ত্রীর হাত ধরে