গরম অতীত! ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ব্যাপক প্রভাব ফেলবে এই জেলাগুলিতে
Connect with us

দেশের খবর

গরম অতীত! ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ব্যাপক প্রভাব ফেলবে এই জেলাগুলিতে

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত কয়েকদিনের ঝড়বৃষ্টিতে মিলেছে স্বস্তি। ভ্যাপসা গরম এখন অতীত। বৈশাখের দুপুরে নেই সেভাবে দাবদাহের প্রকোপ। শহর থেকে জেলা বলা যেতে পারে ক্ষণিকের বৃষ্টিতে মিলেছে মনোরম পরিবেশের অনুভূতি।

এমন সুন্দর আবহাওয়ার মধ্যেই এপ্রিল যেতে না যেতেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। মৌসম ভবন সূত্রে খবর দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। যা খুব শীঘ্রই পরিণত হবে ঘূর্ণিঝড়ে। যার প্রভাব পড়তে চলেছে বঙ্গেও। ঘূর্ণাবর্ত তৈরির অনুকূল পরিবেশ রয়েছে সমুদ্রে। ফলে আন্দামান সাগরে আজই তৈরি হবে ঘূর্ণাবর্ত।

হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবারের মধ্যে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা থাকছে। আন্দামান সাগর, দক্ষিণ বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগর পেরিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আসতে পারে সেই ঘূর্ণিঝড়।

Advertisement

আরও পড়ুন: সকাল থেকেই মুখভার আকাশের, প্রবল বৃষ্টিতে ভিজবে এই জেলাগুলি

আপাতত ঘূর্ণিঝড়ের অভিমুখ ওড়িশা (Odisha) উপকূলের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঝড়ের প্রভাব বঙ্গ উপকূলে (Bengal Coast) পড়ার আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এখনই। যারফলে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূলবর্তী এলাকায় এই ঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

মৌসম ভবন বলছে, তৈরি হওয়া নিম্নচাপ আগামী ৬ মে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে এই নিম্নচাপের ফলে পার্শ্ববর্তী অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ইতিমধ্যে দক্ষিণ আন্দামান সাগর এবং বঙ্গোপসাগর অঞ্চলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Advertisement

এদিকে বুধবারও রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী কয়েকদিন তাপমাত্রা একই থাকবে। জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিও থাকবে। বৃষ্টি হলে কমবে অস্বস্তি।

বুধবার সেভাবে মিলবে না রোদের দেখা। সারাদিনেই আকাশ আংশিক মেঘলা থাকবে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রির কাছাকাছি।

আরও পড়ুন: গরম পড়তেই জলের হাহাকার, সমস্যায় চাষিরা

Advertisement

এদিকে আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে রাজ্যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যারফলে আপাতত চার-পাঁচদিন মিলবে ভ্যাপসা গরমের হাত থেকে মুক্তি। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.