দেশের খবর
ফ্রিতে প্লাস্টিক সার্জারি করছেন ইন্ডিয়ার এক ডক্টর!
আজ আমরা কথা বলতে চলেছি উত্তরপ্রদেশের ডক্টর ইউগি আরিয়ান কে নিয়ে

বেঙ্গল এক্সপ্রেস: ৮৫ বছর বয়সে একজন সার্জেন বিগত ৫০ বছরের ৫ হাজারেরও বেশি ফ্রিতে প্লাস্টিক সার্জারি করিয়েছেন। আজ আমরা কথা বলতে চলেছি উত্তরপ্রদেশের ডক্টর ইউগি আরিয়ান কে নিয়ে। তার এই ডাক্তার হয়ে ওঠার রাস্তা তার জন্য মোটেও সহজ ছিল না। মেডিক্যাল পরীক্ষায় পাঁচবার ফেল করে ছিলেন তিনি।
কিন্তু তাতেও তিনি হার মানেননি, আবারো তিনি মেডিক্যাল পরীক্ষা দিতে বসেন এবং ষষ্ঠ বাড়ে তিনি উত্তীর্ণ হন। ৬৬ সালে তিনি তার পিজি কমপ্লিট করেন তারপর তাকে দেরাদুন একটি হসপিটালে কাজ দেওয়া হয়। সময় প্লাস্টিক সার্জারির এতটা প্রচলন না থাকার কারণে অনেক বছর পোস্ট মর্টেম এর কাজ করেছেন তিনি। ১৯৭৩ সাল থেকে তার কাছে পশু পাখির হামলা কিংবা আগুনে পুড়ে যাওয়া পেসেন্ট আসতে শুরু করে।
আরও পড়ুন-তুর্কির জনপ্রিয় এক্টর বুরাক ডেনিয হলেন গ্রেফতার!
এবং তিনি ওইসব পেশেন্টেরই প্লাস্টিক সার্জারি করা শুরু করেন এবং পরবর্তীতে আমেরিকায় গিয়ে প্লাস্টিক সার্জারি ওপর ভালো করে পড়াশোনা করেন। শিখন কমপ্লিট হওয়ার পর আমেরিকা থেকে তিনি দেরাদুন এসে একটি হাসপাতাল তৈরি করেন। এই হাসপাতালে আর্থিক দিক দিয়ে অক্ষম মানুষদের সার্জারি ফ্রিতে করতে থাকেন তিনি। ডক্টর ইয়োগী আরিয়ান আজ অব্দি পাঁচ হাজারেরও বেশি সার্জারি করেছেন। ডক্টর ইয়োগী আরিয়ানের দেশের প্রতি এই মননিবেশ দেখে ২০২০ সালে গণতন্ত্র দিবসের দিন ওনাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়।