আন্তর্জাতিক
বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি হওয়ার জন্য কে কি ধরনের কাজ করতো আপনি কি জানেন?
কেউ ছিলেন বোতল কুড়ানি আবার কেউ ছিলেন রাস্তা পরিষ্কার করা ঝাড়ুদার

বেঙ্গল এক্সপ্রেস: বিশ্বের সবথেকে ধনী মানুষরা ধনী হওয়ার আগে কি কি কাজ করতেন আপনি কি জানেন? না হয়তো আপনারা জানেন না। কেউ ছিলেন বোতল কুড়ানি আবার কেউ ছিলেন রাস্তা পরিষ্কার করা ঝাড়ুদার।
চলুন জেনে নেওয়া যাক বিশ্বের ধনী হওয়ার আগে কারা কি কাজ করতেন। প্রথমেই আমরা যাকে নিয়ে লিখব তিনি হলেন আমাদের সবারই পরিচিত টুইটারের মালিক এলন মাস্ক (Elon Musk)। যার সর্বমোট সম্পত্তি হল ২৫৮ বিলিয়ন ডলারের মালিক। এখন তিনি ২৫৮বিলিয়ন ডলারের মালিক হলেও যখন তার ১৭ বছর বয়স ছিল তখন তিনি সাউথ আফ্রিকা থেকে কানাডায় শিফট হোন তার কাজিন এর বাসায়। আর সেখানেই তিনি তার কাজিনের জমিতে সবজির চাষবাস করতেন এবং কাঠ নিয়ে আসতেন যত ধরনের কৃষি ভিত্তিক কাজ ছিল প্রায় সবই করেছিলেন এলন মাস্ক (Elon Musk)। তারপর সেখান থেকে তিনি একটি অফিসে কাজ পায় যেখানে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবার জন্য কাজ দেওয়া হয়। আর সেই যবে তিনি প্রতি ঘন্টায় ১৮ ডলার করে পেতেন তারপর ধীরে ধীরে তার আজকে এত বড় হয়ে যাওয়ার পিছনে রয়েছে আরও অনেক অনেক কাহিনী।
এরপরই আমরা যাকে নিয়ে লিখব তিনি হলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস (Jeff Bezos)। যিনি প্রায় ১৬০ বিলিয়ন ডলার এর মালিক। কিন্তু এতদূর আসার আগে তাকে পরিশ্রম করতে হয়েছে অনেক কঠিন। ১৯৮০ সালে যখন তার বয়স ১৬ বছর তখন তিনি ম্যাকডোনাল্ডে রাধুনির কাজ করতেন। আর তাকে অনেক সকাল সকাল কাজে পৌঁছতে হতো কারণ তা সকাল থেকে শুরু হতো কাজ। তবে জেফ বেজোস (Jeff Bezos) বলেন, তার জীবন পরিবর্তন করে দেওয়ার মতো কাজ ছিল এই রাধুনীর কাজ। সে নাকি এই রাধুনের কাজ থেকেই শিখতে পেরেছে যে কাস্টমারদের ব্যবহার কি ধরনের হয়ে থাকে। তাছাড়াও তাড়াহুড়ার মধ্যে কি করে সবকিছু অরগানাইজ করা যায় তাও তিনি ওখান থেকেই শিখেছেন।
আরও পড়ুন- তুফানগঞ্জে স্কুল খোলার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের
এইবার জানব আমেরিকার সব থেকে ফেমাস বিজনেসম্যান মার্ক কিউবান (Mark Cuban) কে নিয়ে। মাত্র ১৩ বছর বয়স থেকে লোকের বাড়ি বাড়ি গিয়ে ময়লার ব্যাগ বিক্রি করতো। মার্ক কিউবান (Mark Cuban) অনেক ছোটবেলা থেকে চালাক চতুর ছিলেন। তিনি পাইকারি দরে তিন ডলার করে ব্যাগ কিনে নিয়ে মানুষের বাড়িতে গিয়ে গিয়ে মানুষদের কাছে ৭- ৮ এমনকি নয় ডলার করেও বিক্রি করতেন।
এইবার জানবো সব থেকে পপুলার অ্যাপস চ্যাট এর ফাউন্ডার ইভান স্পিগেল (Evan Spiegel) । স্ন্যাপ চ্যাটের এইইভান স্পিগেল (Evan Spiegel) ছোটবেলায় একটি জব পায় যখন তিনি হাই স্কুলে পড়তেন। ইভান স্পিগেল (Evan Spiegel) কাজ পেয়েছিল রেড বুল এনার্জি ড্রিংক কোম্পানিতে । যেখানে তিনি প্রোমোটার হিসেবে কাজ করতেন। বলা চলে, প্রত্যেক বাড়িতে গিয়ে গিয়ে তিনি রেড বুল এনার্জি ড্রিঙ্ক কে বিক্রি করার চেষ্টা করতেন। এবং এই কাজ করে তিনি মাস শেষে পেতেন ৩৭৫ ডলার করে।
তবে সব বিলিয়নের এই যে অনেক ছোট ছোট ধরনের কাজ করে বড়লোক হয়েছেন তা কিন্তু নয়। কিছু বিলিয়নের রয়েছে যারা খুব অল্প বয়স থেকেই ভালোভাবে এগিয়ে গিয়েছে। যেমন বিল গেটস (Bill Gates) তিনি কিন্তু তার ১৩ বছর বয়সেই কম্পিউটারের ওপর প্রোগ্রামিং করতে থাকে এবং তার স্কুলের একটি কম্পিউটার প্রোগ্রাম তিনি স্টাব্লিশ করে দেন। তারপর ধীরে ধীরে আরো অনেক প্রজেক্টে কাজ করেছেন বিল গেটস (Bill Gates) খুব অল্প বয়স থেকেই। যাইহোক প্রত্যেক ধনীর জীবনে প্রথম দিকে কিছু না কিছু অস্বাভাবিক কর কাজ তারা করেছেন যা আমরা এখন মনে করি, উনারা বড়লোক তাই বলে উনারা কখনো ছোট কাজ করবেন কিন্তু তা না ছোট কাজ করেই তারা এত বড়লোক হতে পেরেছেন।