সি ফুডে এলার্জি মহেন্দ্র সিং ধোনির তার পরেও তাকে দেওয়া হয়েছে সামুদ্রিক খাবার
Connect with us

খেলা-ধূলা

সি ফুডে এলার্জি মহেন্দ্র সিং ধোনির তার পরেও তাকে দেওয়া হয়েছে সামুদ্রিক খাবার

Dwip Narayan Chakraborty

Published

on

5/5 - (1 vote)

বেঙ্গল এক্সপ্রেস: ৪১ বছর বয়স হওয়ার পরও মহেন্দ্র সিং ধোনি দিব্যি ক্রিকেট খেলে চলেছেন শুধু ক্রিকেট খেলছেন তাই নয় ধনের নেতৃত্বে পঞ্চম আইপিএল খেতাব জিতেছে মাহির সিএসকে। ৪০-৪১ বছর বয়সে অন্যান্য ক্রিকেটাররা ক্রিকেট জগতকে বিদায় জানিয়েছে কিন্তু মহেন্দ্র সিং ধোনি এখনো আগের মতোই ফুরফুরে। 

 

মাহির বিভিন্ন পোস্ট দেখে বোঝা যায় যে নিজেকে ফিট রাখার জন্য অনেক পরিশ্রম করেন তিনি। শারীরিক পরিশ্রমের পাশাপাশি তিনি খাবারের দিক দিয়েও অনেক নজর রাখেন। মাহি আগাগোড়া থেকে ভোজন রসিক। সামনে কোনো ভালো খাবার থাকলে নিজেকে সংযত করতে পারতেন না ধনী। এমনি এক ঘটনা ঘটেছিল ২০১৮ সালে। ভারত সফরে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ টিম। সেই সময় ভারতীয় টিম তিরুবন্তপুরমের লীলা কুভালাম হোটেলে উঠেছিলেন। আর ওই হোটেলে কাজ করতেন সুরেশ পিল্লাই। ভারতীয় ক্রিকেট টিম দের ডিনারের জন্য মেনুতে ছিল সী ফুড অর্থাৎ সামুদ্রিক খাবার। ৩১ শে অক্টোবর মহেন্দ্র সিং ধোনি যখন জানতে পারেন যে সেই দিন রাত্রে ডিনারের মেনুতে রয়েছে সী ফুড সে তৎক্ষণাৎ হোটেলের হেড শেফ কে তলব পাঠান। 

Advertisement

আরও পড়ুন-২০১৯ ও ২০২১ এর পরে এবার ২০২৩ আবারো ৪৫ টি ব্যাগে মানুষের দেহাংশ পাওয়া গেছে

“ক্রিকেটের মহেন্দ্র সিং ধোনি আপনাকে ডেকে পাঠিয়েছেন তার নিজের রুমে”, এই কথাটা শোনার পর কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলেন শের সুরেশ পিল্লায়। সবকিছু বাদ দিয়ে তড়িঘড়ি, দৌড় দিয়েছিলেন ক্রিকেটার মাহির ঘরে দিকে।২০১৮ সালের ৩১ শে অক্টোবর রাতে বেশিরভাগ ক্রিকেটাররাই অর্ডার করেছিলেন সী ফুড, ৭টার মধ্যে তাদের রুমে সেই খাবার পৌঁছয়ে দিয়েছিলেন হোটেল কর্তৃপক্ষ। নটার মধ্যে সবার ডিনার কমপ্লিট হয়ে যায় এবং দশটা নাগাদ সেই সেফকে ডেকে পাঠান মাহি। যাকে সারা জীবন আইডল মেনে চলেছেন তারা ডাক শুনে তর সইতে পারেননি শেফ সুরেশ পিল্লাই।

 

Advertisement

রুমে পৌঁছানোর পর মাহিদাকে বলে যে তার সী ফুড এ এলার্জি রয়েছে তার জন্য কি চিকেন বানিয়ে দেওয়া যায়। এই কথা শুনে শোনার পর কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে তিনি বলেন যে আপনি আধাঘন্টা ওয়েট করুন আমি এক্ষুনি পাঠাচ্ছি। এরপর ২০ মিনিটের মধ্যে ৩০২ যেখানে ধনী রয়েছিলেন সেই ঘরে চিকেন, বাসমতি রাইস এবং রোস্টেড পাপড় পাঠিয়ে দিয়েছিলেন সেফ। এবং ধনী ও সেই খাবার বেশ উপভোগ করেছিলেন। এইবার পঞ্চম বারের মতো আইপিএলের চ্যাম্পিয়ন হওয়ার দিন ধোনির সঙ্গে সেই দিনের ছবি টুইট করে নিজস্ব ঐ গল্প সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন শেফ সুরেশ পিল্লাই।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.