দেশের খবর
Uttar Pradesh: পণ না দেওয়ার অপরাধ, স্বামী-দেওর মিলে মহিলাকে ধর্ষনের অভিযোগ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের সংবাদ শিরোনামে উত্তরপ্রদেশ। দাবি মতো পণ না দেওয়ায় স্বামী সহ দেওরদের হাতে গণধর্ষিতা গৃহবধূ। শুধু তাই নয়, মুখে ‘তিন তালাক’ বলে স্ত্রীর সঙ্গে মৌখিকভাবে বিবাহ বিচ্ছেদের কথাও ঘোষণা করে দেয় অভিযুক্ত স্বামী।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের রাজধানী লখনউ থেকে ১২০ কিমি দূরে অবস্থিত Gonda জেলায়। যদিও এই ঘটনায় পুলিশ লখনউ থেকে অভিযুক্ত স্বামী মহম্মদ আদনানকে গ্রেফতার করলেও বাকি অপরাধীরা পলাতক।
আরও পড়ুন: MiG-21: ৬২ বছরে ২০০ প্রাণ নিয়েছে, জানুন মিগ-২১র অভিশপ্ত ইতিহাস
তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এদিকে এই ঘটনায় নির্যাতিতা ওই মহিলা অভিযোগ করেছেন যে, তার স্বামী প্রায়ই তাঁর কাছে যৌতুক দাবি করতেন এবং তাঁকে মারধর করতেন। এই বিষয়ে গোন্দা জেলার পুলিশ সুপার আকাশ তোমর জানিয়েছেন, পারিবারিক গার্হস্থ্য হিংসার অভিযোগে আক্রান্ত ওই মহিলা বর্তমানে তাঁর মামার বাড়িতে রয়েছেন।
আরও পড়ুন: Jet Crash: রাজস্থানে বিমান দুর্ঘটনা! মৃত ২ পাইলট
আরও জানা গিয়েছে মঙ্গলবার, আদনান এবং তার চাচাতো ভাই তাঁর মামা শ্বশুরবাড়িতে যায় এবং দুজনেই মহিলাকে একা পেয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। শুধু তাই নয়, অভিযোগ এরপর আদনান তাকে মারধর করে এবং ‘তিন তালাক’-এর মাধ্যমে তাকে তালাক দেয়। এদিকে পলাতক চাচাতো ভাইকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।