দেশের খবর
হিজাব পরে কলেজে আসায় দেওয়া হল না ওষুধ, বিতর্কে যোগীরাজ্য

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের সংবাদ শিরোনামে হিজাব বিতর্ক। কর্ণাটকের পর এবার হিজাব বিতর্কে নাম জড়াল যোগী রাজ্য Uttarpradesh। হিজাব পরে কলেজে আসায় পড়ুয়াদের দেওয়া হল সরকারি তরফে বিনামূল্যে ট্যাবলেট।
জানা গিয়েছে, সম্প্রতি একটি ভিডিয়ো ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ওই ভিডিয়োটি যোগীরাজ্য উত্তরপ্রদেশের গাজিয়াবাদের একটি কলেজের। ভিডিয়োতে দেখা গিয়েছে, গাজিয়াবাদের Ginni Devi College-এর বাইরে একদল পড়ুয়া বিক্ষোভ দেখাচ্ছেন।
বুধবার এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, কলেজে সকল পড়ুয়াদের ফ্রীতে ট্যাবলেট দেওয়া হলেও তাঁরা হিজাব পরে থাকায় তাঁদের কোনও রকম ট্যাবলেট দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিক্ষোভরত ওই পড়ুয়ারা।
আরও পড়ুন: ট্রেন থামিয়ে সুরাপানে ব্যস্ত লোকোপাইলট, তুমুল হইচই বিহারে
সূত্রের খবর, কলেজ থেকে বিনামূল্যে ওষুধ না পেয়ে মঙ্গলবার কলেজ চত্বরে ওই পড়ুয়ারা ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন। যদিও পরে ঘটনাস্থলে গাজিয়াবাদ থানার পুলিশ উপস্থিত হয়। পরে তাঁরাই পড়ুয়াদের বুঝিয়ে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন। এদিকে এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, পড়ুয়ারা কলেজের বাইরে রাস্তায় কী করছিল তা জানা তাঁদের কাজ নয়।
শুধু তাই নয়, কলেজ কর্তৃপক্ষের তরফে আরও বলা হয়েছে, ”মঙ্গলবার কলেজে সবাইকে বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছিল। মোট ৬৯ টি ওষুধ বিতরণ করা হয়েছে। যে সমস্ত পড়ুয়ারা ওষুধ পাইনি, তাঁরা কেউই কলেজের নির্দিষ্ট পোশাকবিধি মেনে কলেজে আসেনি। তাঁদের বলা হয়েছিল, কলেজের ড্রেস পরে আসতে। তারপর ওষুধ দেওয়া হবে।
আরও বলা হয়, ”আমরা শুধু বলেছিলাম পোশাক পালটে কলেজের নির্দিষ্ট ড্রেস পরে আসতে। এরপর ওই পড়ুয়ারা বাইরে কী করছেন তা জানা আমাদের কাজের মধ্যে পড়ে না।”
আরও পড়ুন: কাঠমান্ডুর নাইট ক্লাবে রাহুল! ভাইরাল ভিডিও
উল্লেখ্য, গত জানুয়ারি মাসে হিজাব নিয়ে প্রথম বিতর্ক ছড়িয়েছিল কর্ণাটক রাজ্যে। সেই সময় কলেজ ক্যাম্পাসে হিজাব পরে আসায় পড়ুয়াদের ঢুকতে দেওয়া হয়নি। যা নিয়ে দেশজুড়ে সমালোচনার আঁচ আছড়ে পড়ে। ঘটনার রেশ পৌঁছয় আদালত পর্যন্ত।
আরও পড়ুন: বাড়ছে সংক্রমণের দাপট, সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের জরুরি তলব কেন্দ্রের
এরপর মাদ্রাজ কোর্ট রায় দেয় কলেজের নির্দিষ্ট পোশাকবিধি ছাড়া কেউই হিজাব পরে বিদ্যাঙ্গনে প্রবেশ করতে পারবেন না। তারপর ফের এদিন হিজাব নিয়ে বিতর্ক ছড়াল যোগী রাজ্যে।