দেশের খবর
কমিশনকে ভুল তথ্য দিয়ে মেয়র হলেন বিহারের রাখি!!
ছোটবেলা থেকে রাজনীতির সঙ্গে কোন যোগাযোগ নেই তার। এছাড়াও তিনি একজন মডেল। ২০২১ সালে আই গ্ল্যাম

বেঙ্গল এক্সপ্রেস: নির্বাচন কমিশন কে ভুল তথ্য দিয়ে মেয়র হয়েছিলেন বিহারের ছাপরার রাখি গুপ্তা। নামকরা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন তিনি। ছোটবেলা থেকে রাজনীতির সঙ্গে কোন যোগাযোগ নেই তার। এছাড়াও তিনি একজন মডেল। ২০২১ সালে আই গ্ল্যাম মিসেস বিহার হয়েছিলেন তিনি।
সবকিছুই ঠিকঠাক চলছিল গত বছর রাজনীতিতে এসেছিলেন রাখি গুপ্তা। কিন্তু নির্বাচন কমিশনের রুল অনুযায়ী তৃতীয় সন্তানের মা নির্বাচনে দাঁড়াতে পারবেন না। আর রাখি গুপ্তা বলেন যে তার দুই সন্তান।
আরও পড়ুন-সিঙ্গাপুরের ফাঁসির দড়িতে আরো এক নারী! রইল বিস্তারিত
কিন্তু ২০০৮ সালের ৪ই এপ্রিল তার তৃতীয় সন্তানের জন্ম হলে সেই সন্তানকে সন্তানহীন একযুগলের কাছে দত্তক দেয়। কিন্তু বায়োলজিক্যাল মাদার হিসেবে রাখির তিনটি সন্তান তাই তাকে মেয়র এর পথ থেকে নামিয়ে দেওয়া হয়। যদি রাখে একসাথে জমজ সন্তান হতো তাহলে তিন সন্তানের লিস্টে নাম আসতো না কিন্তু যেহেতু এক এ