খেলা-ধূলা
Poker খেলে, কোটি কোটি টাকার মালিক হলেন এই ব্যক্তি!
আমেরিকার ফ্লোরিডার বাসিন্দা ডেন বিলজেরিয়ান( Dan Bilzerian) শুধুমাত্র পোকার (poker) খেলে এক রাতের মধ্যে ১০.৮ মিলিয়ন ডলার কামিয়েছিলেন

বেঙ্গল এক্সপ্রেস: বাজি রেখে প্রতিযোগী খেলা (জুয়া) প্রায় অনেক লোকেরাই খেলে থাকেন। এই খেলার জোরে অনেকে গোবেচারা হয়ে হেরে যান, তোর অনেকে জিতেও যান। এমনি এক অস্বাভাবিক কর ঘটনা আপনাদেরকে জানাবো আজ।
আমেরিকার ফ্লোরিডার বাসিন্দা ডেন বিলজেরিয়ান( Dan Bilzerian) শুধুমাত্র পোকার (poker) খেলে এক রাতের মধ্যে ১০.৮ মিলিয়ন ডলার কামিয়েছিলেন। ডেনের বাবা ছিলেন একজন ব্যবসায়ী, কিন্তু কিছু ফ্রডের এর কারনে ডেনের বাবাকে জেলে নিয়ে যাওয়া হয়। বাবার কারনে ডেন কে অনেক ফাইন্যান্সিয়াল দিক থেকে সমস্যার মধ্যে পড়তে হয়েছিল।
আরও পড়ুন-আপনিও বানিয়ে ফেলুন একটি ফেসবুক পেজ, প্রতিমাসে আয় হবে লক্ষ টাকার
ডেন খুব ছোট থাকতেই তার ভাইয়ের সঙ্গে পোকার খেলতেন এবং পরবর্তীতে এই পোকার খেলেই যে ডেনের জীবন বদলে যাবে সেই বিষয় নিয়ে কে ভেবেছিল। ২০১৪ সালে পোকার খেলে ডেন ৫০ মিলিয়ন ডলার কামিয়েছিলেন। এবং এখন তিনি প্রফেশনাল পোকার প্লেয়ার হয়ে গিয়েছেন। এছাড়াও ডেন বিলজেরিয়ান এর বিভিন্ন বিজনেস রয়েছে। ইনস্টাগ্রামে ডেনের আলোর ৩৩ মিলিয়ন এর ও উপরে রয়েছে। এছাড়াও ডেন বিলজেরিয়ান এর net worth ৩০০ মিলিয়ন ডলার।