দেশের খবর
Parliament Monsoon Session: সংসদে বিশৃঙ্খলার অভিযোগ, সাসপেন্ড তৃণমূলের ৩ সাংসদ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সংসদে বিশৃঙ্খলা তৈরির অভিযোগে বাদল অধিবেশন থেকে সাময়িক বরখাস্ত করা হল তৃণমূলের ৩ সাংসদ সহ মোট মোট ১১ জনকে। তালিকায় রয়েছেন দোলা সেন, সুস্মিতা দেব এবং ডা. শান্তনু সেন। ওয়েলে নেমে স্লোগানিং এবং বিক্ষোভ দেখানোর অভিযোগে তাঁদের সাসপেন্ড করা হয়েছে বলে সংসদ সূত্রে খবর।
জানা গিয়েছে, শব্দপ্রয়োগে নিষেধাজ্ঞা, তাই সংসদে চলছে সাসপেনশনের মিছিল। সোমবার এই ঘটনায় লোকসভায় সাময়িক বরখাস্ত করা হয়েছিল কংগ্রেসের ৪ সাংসদকে। মঙ্গলবার একধাক্কায় সেই সংখ্যাটা গিয়ে দাঁড়াল ১৯ জনে। শুধু তাই নয়, সাসপেন্ড হওয়া ১৯ জন সাংসদের মধ্যে ৭ জনই রাজ্যসভার তৃণমূলের সাংসদ।
সূত্রের খবর, শুক্রবার পর্যন্ত তাঁরা সাসপেন্ড থাকবেন। যার ফলে বহিস্কৃত সাংসদরা সংসদের অধিবেশনে যোগ দিতে পারবেন না। বুধবার সংসদ চত্বরেই তৃণমূল সাংসদরা গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসবেন। মূল্যবৃদ্ধি, GST,ED সহ একাধিক ইস্যুতে সরকারের বিরুদ্ধে প্রতিবাদে ধর্না দেবেন তৃণমূলের সাংসদরা। অন্যদিকে সংসদ চত্বরে বসে প্রতিবাদ বিক্ষোভ দেখানোয় আটক করা হয় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে।