আন্তর্জাতিক
সৌদির ওয়ান বিলিয়ন পারিশ্রমিককে প্রত্যাখ্যান করে, কি কি হাত ছাড়া হলো মেসির?
তবে কি তার ওয়ান বিলিয়ন ইউরো পারিশ্রমিক হিসেবে কম পড়েছে নাকি রয়েছে অন্য কোন কারণ

বেঙ্গল এক্সপ্রেস: ওয়ান বিলিয়ন ইউরো কে প্রতাখ্যান করে কেন চলে আসলেন মেসি! তবে কি তার ওয়ান বিলিয়ন ইউরো পারিশ্রমিক হিসেবে কম পড়েছে নাকি রয়েছে অন্য কোন কারণ?
ওয়ান বিলিয়ন ইউরো থেকে দশ গুণ কম পারিশ্রমিকে মেসি ইন্টার মায়ামিতে যোগ দিতে চলেছেন। সৌদিতে জয়েন না করে মেসি কি কি হারাতে চলেছে এবং মায়া মেয়েদের জয়েন করে মেসি কি কি পেতে চলেছে? তা নিয়ে আজ আলোচনা করব।
আরও পড়ুন-পরিমনির দিকে বিশ্বাসের হাত বাড়িয়ে দিলেন অপু বিশ্বাস
দুদিন আগে মেসি তো সবাইকে পরিষ্কার জানিয়ে দিয়েছে তিনি সৌদিতে জয়েন না করে মিয়ামিতে জয়েন করতে চলেছেন। যদিও এখনো অফিসিয়াল এবং কাগজ-কলমে জয়েন হয়ে ওঠেনি কিন্তু তিনি ওখানে যেতে চলেছেন। সৌদি ক্লাব আলহেরাল মেসিকে সর্বোচ্চ পারিশ্রমিক ৫০০ মিলিয়ন ইউরো এক বছরে এবং ওয়ান বিলিয়ন ইউরো দু বছরের দিতে চেয়েছিলেন। অন্যান্য প্লেয়ারদের চেয়ে মেসি অনেক বেশি আপার লেভেলের ফ্যাসিলিটি গুলো পেয়ে থাকতো। তবে এত কিছু ছেড়ে মেসি ইন্টার মিয়ামিতে কেন জয়েন করতে চলেছেন তা এখন অব্দি অধরা।
তবে মিয়ামিতে তিনি যেইসব জিনিসগুলো পেতে চলেছেন তার মধ্যে রয়েছে, বছরপ্রতি মিয়ামি তাকে ৫০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক হিসেবে দিবেন। এবং কিছু নামে নামি ব্র্যান্ডের শেয়ারও পেয়ে থাকবেন তিনি যেমন apple ও adidas নামক দামি দামি কোম্পানি গুলো থেকে। আমরা অনেকেই জানি যে মেসি adidas এর সাথে লাইফ টাইমে একটি ডিল করেছে। কিন্তু এইবার মিয়ামিতে যাওয়ার কারণে মেসি এডিডাসের একটি প্রফিট এর অংশ পেয়ে যাবে। আপেলের থেকেও মেসি একটি প্রফিট পেয়ে যাবে তাছাড়াও এই এন্টার মিয়ামির স্পন্সর কিন্তু ওই দুই কোম্পানি। তাই মিয়ামির একটি অংশ মেসি নিয়ে যাবে সাথে। সব থেকে বড় খবর হল যে মিয়ামিতেই মেসির বাড়ি এবং সেখানে পার্সোনাল ইনকাম এর জন্য কোন ধরনের ট্যাক্স দিতে হয় না।