দেশের খবর
বিগত পাঁচ মাস ধরে বন্ধ ইন্টারনেট পরিষেবা!
মণিপুরের মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছিল সরকার। আরে এই মোবাইল ইন্টারনেট বন্ধ করে রাখার জন্য অনেক সমস্যার মধ্যে

বেঙ্গল এক্সপ্রেস: তিন মাস ধরে মণিপুরে যে আগুন জ্বলছে, সে আগুনে ছোট থেকে বড় সবাইকেই প্রায় পড়তে হচ্ছে। আর এহানো ঘটনার জন্য মণিপুরের মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছিল সরকার। আরে এই মোবাইল ইন্টারনেট বন্ধ করে রাখার জন্য অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছে রাজ্যবাসীদের।
তাই এই শনিবার বিচারপতি আহানথেম বিমল সিং এবং বিচারপতি এর গুনেশ্বর শর্মা ডিভিশন বেঞ্চ মোবাইল ইন্টারনেট চালু করার বিষয়ে রাজ্য সরকারের কাছে একটি বিস্তারিত রিপোর্ট চেয়েছে।গত ৩ই মে থেকে মণিপুরে কেকি ও মেইতি জনজাতির মধ্যে সংঘর্ষ শুরু হয় তারপর থেকেই মনে পড়ে ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দেয়া হয়।
আরো পড়ুন-মাত্র ১০ বছর বয়সে বিয়ে সারলেন প্রেমিকের সঙ্গে!
মনে করা হয় যে এই ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দিলে অশান্তি কিছুটা কমলো কমতে পারে। কিন্তু অশান্তিত কমেনি উল্টোটা পুরো রাজ্যের ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে রয়েছে। তাই ইন্টারনেট ব্যবস্থা চালু করবার জন্য আপিল করেছে মনিপুর হাইকোর্ট ।