আন্তর্জাতিক
মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ বাহিনীর প্রধান পদে রয়েছেন একজন মহিলা!
এইবার মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী প্রধান হতে চলেছে একজন মহিলা

বেঙ্গল এক্সপ্রেস: ছেলেদের সাথে পায়ে পা মিলিয়ে মহিলারাও এগিয়ে চলছে সমানভাবে। এখন মহিলারা কোন অংশে কম নয় পুরুষদের থেকে। ঘরোয়া কাজ থেকে মন্ত্রিসভা ও সেনাবাহিনীর সবক্ষেত্রেই এগিয়ে চলেছে মহিলারা।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে এমন এক ঘটনা ঘটেছে যা সত্যি মন ছুয়ে যাওয়ার মত। এইবার মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী প্রধান হতে চলেছে একজন মহিলা। সেনাবাহিনীতে লিঙ্গ বৈষম্য দূরীকরণে এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াকিবহাল মহল। নৌবাহিনীর প্রধান হিসেবে মার্কিন প্রেসিডেন্স জো বাইডেন বেছে নিয়েছেন এডমিরাল লিসা ফ্রাংচেত্তিকে ( Admiral Lisa franchatti)।
সেনেটের অনুমোদন আসলে মিসাই হবে প্রথম মহিলা মার্কিন নৌবাহিনীর প্রধান হিসেবে জয়েন চিপ অফ স্টাফ এর সদস্য হবেন এবং তার সাথে ইতিহাসও গরবেন। বর্তমানে লিসা রয়েছেন মার্কিন নৌ অভিযানের উপপ্রধান পদে। গত ২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকে এই উপ প্রধানের পদে রয়েছেন লিসা। লিসা মার্কিন নৌবাহিনী ডেপুটি কমান্ডার হিসাবে ইউরোপ আফ্রিকার সঙ্গেও কাজ করেছেন।
আরও পড়ুন-ইব্রাহিম আলী খানের গার্লফ্রেন্ড কে জানেন? কেই সে নারী যে হতে চলেছে সাইফ আলী খানের পুত্রবধূ!?
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন বিবৃতিতে জানিয়েছেন যে, ১৯৮৫ সালে মার্কিন যুক্ত নৌবাহিনীতে যোগ দেন লিসা। ৩৮ বছর ধরে দেশের জন্য তিনি যে কাজ করেছেন সেই হিসেবে নিশাকে নৌবাহিনী প্রধান হিসেবে মনোনীত করার কথা মার্কিন প্রেসিডেন্ট কেও অনেকটা খুশি দিয়েছে।
বর্তমানে মার্কিন নৌ বাহিনীর প্রধান পদে রয়েছেন অ্যাডমিরাল মাইক গিল্ডের। আগামী মাসে তার মেয়াদ শেষ হতে চলেছে তাই ইতিমধ্যে নৌ বাহিনীর প্রধান পদে জয়েন্ট চিপ অফ স্টাফ এর সদস্য হিসেবে লিসার নাম ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।