কর্কট রাশি
৩১-০৭-২০২৩ কর্কটরাশি কি হতে চলেছে আজ আপনার সাথে?
একমাত্র রাশিফলের সাহায্যে আপনি আপনার পরিবার ও আপনার জীবন সুন্দর করে গড়ে তুলতে পারবেন

বেঙ্গল এক্সপ্রেস: কর্কট রাশি আপনি কি জানেন কে হতে চলেছে আজ আপনার সাথে? নিজের ভাগ্য নিজে নিয়ন্ত্রণ করতে এক্ষুনি জেনে নিন আপনার আজকের রাশিফল। একমাত্র রাশিফলের সাহায্যে আপনি আপনার পরিবার ও আপনার জীবন সুন্দর করে গড়ে তুলতে পারবেন। অনেকে রয়েছেন যারা এই রাশি ফলের মাধ্যমেই যদি শুরু করেন।
কর্কট রাশি: আজকের দিনে আপনার কাউকে কটু কথা বলার জন্য আপনার অনুতাপ হতে পারে। পুরনো কোন রোগ আবার মাথা ছাড়া দিয়ে উঠতে পারে। যার কারনে আপনার চিক িৎসক বিষয় দিক দিয়ে অনেক খরচা বাড়তে পারে। পরিবারকে নিয়ে আপনার দুশ্চিন্তা বাড়তে পারে। কোন কাছের মানুষের কাছ থেকে আপনাকে দুঃসংবাদ শুনতে হতে পারে। নিশাত জাতীয় জিনিস থেকে দূরে থাকার চেষ্টা করুন না হলে পরে আপনাকে অনেক বড় ক্ষতিপূরণ দিতে হতে পারে। পরিবারের গুরুজনদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন। সন্তানের ব্যবহারে মনে আঘাত লাগবার সম্ভাবনা রয়েছে। সন্তানের পড়াশোনা বিষয়ে দিক থেকে দুশ্চিন্তা বাড়তে পারে। কাজের ক্ষেত্রে আপনার মন একটু বিচলিত থাকতে পারে। আপনার সহকর্মী আপনাকে নিচু দেখানোর জন্য কোন রকমের খামতি রাখবেনা।
ব্যবসার দিক থেকে আপনাকে একটু খেয়াল করে কাজ করতে হবে আর নতুন কোন কর্মচারীর উপর সহজে ভরসা করবেন না। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক একটু খারাপ হতে পারে। কিন্তু আপনি যদি আপনার সঙ্গীনের সাথে ভালো ব্যবহার ও আপনার সঙ্গীদেরকে বোঝার চেষ্টা করেন তাহলে হয়তো তা ঠিকও হয়ে যেতে পারে। প্রেমিক-প্রেমিকাদের জন্য আজকের দিনটি শুভ রয়েছে। আজ আপনার চাকরির জন্য বাইরে কোথাও যেতে হতে পারে কিন্তু বেশিরভাগ সময় সে কাজটি নষ্ট হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। আধ্যাত্মিক বিষয়ের মননিবেশ করুন এতে আপনার আত্মা ও আপনার শারীরিক দুই ভালো থাকবে।
শুভ রং-লাল।
শুভ সংখ্যা- ০-৩।
শুভদীক- দক্ষিণ ও উত্তর।
শুভ রত্ন- রুবি।