আন্তর্জাতিক
দুই দিনেরও বেশি কিস করে গিনিস বুক অফ ওয়ার্ল্ডের নাম উঠলো এক কাপলের!
পনি জানলে অবাক হবেন যে থাইল্যান্ডের এমন এক কাপল যারা 58 ঘণ্টার উপরে একইভাবে কিস করে গিয়েছে

বেঙ্গল এক্সপ্রেস: আপনি একটানা কতক্ষণ চুম্বন করতে পারবেন? দু মিনিট, পাঁচ মিনিট, আচ্ছা ছেড়ে দিলাম ধরলাম আপনি একভাবে ১০ মিনিট অব্দি কিস করতে পারবেন আপনার সঙ্গীকে। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে থাইল্যান্ডের এমন এক কাপল যারা ৫৮ ঘণ্টার উপরে একইভাবে কিস করে গিয়েছে।
তারা ৫৮ ঘণ্টা ৩৫ মিনিট ৫৮সেকেন্ড ধরে কিস করেছে। অবশ্য এই জন্য তারা অনেক মোটা অংকের টাকা ও পেয়েছিলেন। কিন্তু আফসোসের কথা হলো এই যে, আপনি যতই কিস এক্সপার্ট হন না কিং বা বলিউডের কিসিং কি ইমরান হাশমি আপনি আর ওই রেকর্ড ভাঙতে পারছেন না। কারণ এই রেকর্ড ভাঙতে হলে আপনাকে যে নিয়মগুলো পালন করতে হবে সেগুলো শুনলেই আপনার মাথা দিয়ে ঘাম সরতে শুরু হবে। তার আগে বলিনি যে, এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে ১০ বছর আগে ২০১৩ সালে। থাইল্যান্ডের পাতেয়াতে ব্রিভিলিস বিলিভ ইটারনট তারা একটি কম্পিটিশন অরগানাইজ করেন। কে কতক্ষণ চুমু খেতে পারে সেই নিয়ে। আর এইবার খেলায় মোট ৯ জোড়া কাপন নাম লিখিয়েছিলেন। যার মধ্যে ৭০ বছরের এক কাপল এক ঘন্টা টানা কিস করার পর হাল ছেড়ে দেয়।
আরও পড়ুন-গ্যাংস্টার থেকে সুপার মডেলও অ্যাক্টর হয়ে উঠলেন এই ব্যক্তি!
তারপর ৫০ ঘণ্টা অব্দি দুটো কাপল টিকে থাকে কিন্তু তারপরও তারাও হাল ছেড়ে দেয়। তারপর শেষ পর্যন্ত ৫৮ ঘণ্টারো বেশি সময় ধরে কিস করে জিতে যায় এই থাই কাপল। তাদের নাম ছিল একাচাই ও লাক্সানা একাচাই ছিল ছেলে ও লাকসানা ছিল মেয়ে। একাচাই ছিল থাইল্যান্ডের একটি হসপিটালের সিকিউরিটি গার্ড এবং লাক্সানা ছিল একজন হাউজ ওয়াইফ। ২০১৩ সালের ফেব্রুয়ারি ১২ তারিখে কিস করা আরম্ভ করেন এবং ফেব্রুয়ারির ১৪ তারিখে তাদের কিস সম্পূর্ণ হয়। আর জিতে যাওয়ার কারণে তারা প্রাইস হিসেবে পেয়েছিল ৩৩০০ ডলার ও সাথে আবার দুটো ডায়মন্ডের রিং ও। আর আপনি জানলে অবাক হবেন যে এই কিসিং ২০১৩ সালে গিনিস বুক অফ ওয়ার্ল্ড এ নাম গড়ে তুলে। আর এই হল লম্বা সময় ধরে কিসিং করার শেষ কাপল। এরপর আর কখনো কারো নাম এই রেকর্ডে ওঠেনি কারণ কেউ অত অব্দি যেতেই পারেনি। এছাড়াও গিনিস বুক অফ ওয়ার্ল্ডে ক্যাটাগরি থেকে কিসিং এই বিষয়টি উঠিয়ে দেওয়া হয়।