আন্তর্জাতিক
ভারতের নতুন ধন কুবের কে? কত নাম্বারে রয়েছে মুকেশ আম্বানি? নতুন তালিকা দেখলে আপনি চমকে যাবেন

বেঙ্গল এক্সপ্রেসঃ ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি যে, মুকেশ আম্বানি হলো ধন কুবের কিন্তু সময়ের ব্যবধানে মুকেশ আম্বানি কে ছাপিয়ে ভারতের ক্ষমতাবান ব্যক্তি হয়ে উঠেছিল আদানি। কিন্তু আযানেরও সেই সুখ বেশি দিন কায়েম থাকেনি। কে রয়েছে এখন প্রথম শীর্ষের স্থানে।
এখনকার ভারতে সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি কে জানেন? কোন নেতা মন্ত্রী নাকি কোন বিলিয়নার! ভারতের অধিকাংশ ক্ষমতা কাদের হাতে রয়েছে আপনি কি জানেন? না জানলে চলুন জেনে নেওয়া যাক। নতুনভাবে সার্ভে করে একটি তালিকার প্রকাশ করা হয়েছে সেখানে জানানো হয়েছে মোট ১০ জন ক্ষমতাবান ব্যক্তির নাম।
(১০) দশম স্থানে রয়েছে অজিত ডোভাল। সার্ভে তালিকার দশম স্থান অধিকার করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। জানা গিয়েছে যে তিনি গত বছর ছিলেন অষ্টম স্থানে, কিন্তু এবছর সার্ভে করে জানা যায় যে তিনি দুধ হাফ পিছিয়ে গিয়ে দশম স্থানে নেমেছেন।
(৯) নবম স্থান অধিকার করেছেন মুকেশ আম্বানি। অজিত ডোভালের মত মুকেশ আম্বানি ও ২০২২ সালের তুলনায় এ বছর ৪ ধাপ পিছিয়ে গিয়েছে। গত বছর তিনি ছিলেন পঞ্চম স্থানে কিন্তু এইবার তিনি রয়েছেন নবম স্থানে।
(৮) আট নাম্বার স্থানে রয়েছে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নির্মলা সীতার মনের বয়স ৬৩ বছর, এই বয়সেও তিনি ভারতের অষ্টম শক্তিশালী ব্যক্তি। জানা গেছে যে গত বছর তিনি দশম স্থানে ছিলেন কিন্তু এই বছর তিনি দুই ধাপ এগিয়ে অষ্টম স্থান অধিকার করেছে।
(৭) সপ্তম স্থানে রয়েছে জেপি নাড্ডা। জেপি নাড্ডা হলেন বিজেপির জাতীয় সভাপতি। নিজের রাজ্য হিমাচলে বিজেপিকে জেতাতে না পারার জন্যই নাকি আগের তুলনায় পিছিয়ে পড়েছেন আগে তার স্থান ছিল তৃতীয় স্থানে কিন্তু এইবার তার অবনতির কারণে তিনি সপ্তম স্থানে রয়েছেন।
(৬) মোহন ভগবত রয়েছেন ষষ্ঠ স্থানে। মোহন ভগবত হলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান। গত বছর তিনি ছিলেন পঞ্চম স্থানে কিন্তু উৎপাটাং মন্তব্য করার কারণে তার জনপ্রিয়তা অনেকটাই রাস হয়েছে বলে ষষ্ঠ স্থানে নেমে এসেছে মহন ভগবত।
(৫) যোগী আদিত্যনাথ রয়েছেন পঞ্চম স্থানে। যোগী আদিত্যনাথ হলেন উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার। ৫০ বছর বয়সী নেতা যোগী আদিত্যনাথ পঞ্চম স্থান দখল করেছেন। গত বছর তিনি মোহন ভগবতের জায়গায় ছিলেন কিন্তু এইবার তিনি পঞ্চম স্থানে এসেছেন।
(৪) ডি ওয়াই চন্দ্রচূড় ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর চতুর্থ স্থানে রয়েছেন।
(৩) তৃতীয় স্থানে রয়েছেন এস জয় শংকর। এস জয় শংকর ভারতের ছবিকে বিশ্বের সামনে উন্নত করে তুলেছেন। তিনি এখন প্রায় সারা বিশ্বের জনপ্রিয়। বিশ্বের প্রায় বড় বড় মানুষ ও শক্তির সামনে চোখে চোখ রেখে কথা বলেন তিনি। এছাড়াও তার ক্ষমতা বেড়েছে অনেকটাই। জানা গিয়েছে যে গত বছর তিনি ছিলেন 15 নাম্বারে কিন্তু এইবার এক লাফে তিনি তৃতীয় স্থানে এসে পৌঁছেছেন।
(২) দ্বিতীয় স্থান অধিকার করেছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও ভারতীয় অর্থনীতিতে তার আরও একটি পরিচয় রয়েছে। অমিত শাহ তিনি হলেন বিজেপির সেকেন্ড ইন কমান্ড, এবং ভারত রাজনীতিতে বিচক্ষণ বুদ্ধিমত্তার জন্য তার নাম দেওয়া হয়েছে চাণক্য। গত বছরও তিনি দ্বিতীয় স্থানে ছিলেন আর এই বছরও তিনি ওই একই স্থান আয়ত্ত করে রেখেছেন।
(১) প্রথম স্থান অধিকার করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি ক্ষমতার তালিকায় একদম প্রথম স্থান অধিকার করেছেন। জনপ্রিয়তা হোক কিংবক্ষমতা তিনি সবকিছুতে প্রথম স্থানে রয়েছেন।
এছাড়া বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতার নাম ও নরেন্দ্র মোদি। সবকিছুতেই যেন এগিয়ে রয়েছে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি