বিদেশের খবর
সন্তানের প্রথম জন্মদিন পালন করলেন ঢালী অভিনেত্রী!
পরিমনি ও শরিফুল রাজের মধ্যে ঝামেলার জন্য তারা তাদের সন্তানকে এইসবের মধ্যে আসতে দেয়নি

বেঙ্গল এক্সপ্রেস: গত বৃহস্পতিবার ১০-০৮-২০২৩ তারিখে পরিমনি ও শরিফুল রাজের সন্তান রাজ্যের প্রথম জন্মদিন ছিল। পরিমনি ও শরিফুল রাজের মধ্যে ঝামেলার জন্য তারা তাদের সন্তানকে এইসবের মধ্যে আসতে দেয়নি। পরিমনি তো প্রত্যেকবার তার জন্মদিনের কিছু না কিছু থিম রাখেন, তেমনি তার সন্তান রাজ্যের জন্মদিনেও থিম রাখতে ভোলেননি মা পরিমনি।
রাজ্যের জন্মদিনের থিম ছিল পদ্ম ফুল পুরো পদ্মের মতো সেজে এসেছিল পরিমনি। প্রথম বছরের জন্মদিনে ১৪ লাখ ৮০ হাজার টাকা খরচা করে ছেলের জন্মদিন উদযাপন করলেন পরীমনি। পরিমনির ছেলে রাজ্যের জন্মদিনে বিভিন্ন আত্মীয়রা উপস্থিত থাকলেও কোথাও দেখা যায়নি শরিফুল রাজকে। যদিও বাবা রাজ তার সন্তানের সাথে পরিমনির বাড়িতে গিয়ে দেখা করে এসেছে এমন কি সময় কাটিয়ে এসেছে কিন্তু সেইখানে পরীমনি উপস্থিত ছিল না।
আরো পড়ুন-মাত্র তিন মাস বয়সে ওপেন হার্ট সার্জারি করা হলো বলিকিডসের
যখনি রাজ পরিমনির বাড়িতে গিয়েছে পরীমনির সঙ্গে সঙ্গে ঘরে চলে গিয়েছিল এবং দরজা দিয়ে দিয়েছিল এবং বোঝাতে চেয়েছিল যে রাজের জন্য তার ভালোবাসার দরজা বন্ধ হয়ে গিয়েছে। যদিও শরিফুল রাজ পরিমনির সাথে কথা বলতে চেয়েছিল কিন্তু পরীমনি বলেননি। বিভিন্ন মডেলিং ও অন্যান্য কিছু ছোটখাটো কাজ করে টাকা জমিয়ে সন্তানের জন্মদিনে উদযাপন করলেন ঢালিউডের নায়িকা পরীমনি।