BJP: বিজেপির সহ সভাপতির বিরুদ্ধে পতিতালয় চালানোর অভিযোগ, গ্রেফতার নাটের গুরু
Connect with us

দেশের খবর

BJP: বিজেপির সহ সভাপতির বিরুদ্ধে পতিতালয় চালানোর অভিযোগ, গ্রেফতার নাটের গুরু

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গোপনে পতিতালয় চালাচ্ছেন বিজেপির সহ সভাপতি। ঘটনায় অভিযুক্ত ওই BJP সহ সভাপতিকে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করল পুলিশ। ধৃতকে মঙ্গলবার উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ওই ব্যক্তি মেঘালয় রাজ্যের বিজেপির সহ-সভাপতি। ধৃতের নাম বার্নার্ড আর মারাক। তাঁর বিরুদ্ধে একটি পতিতালয় চালানোর অভিযোগ উঠেছে। অভিযুক্তকে মঙ্গলবার উত্তর প্রদেশ থেকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও জানা গিয়েছে, মেঘালয়ের পশ্চিম গারো পাহাড় জেলার তুরার উপকণ্ঠে ধৃতের খামারবাড়িতে পুলিশ অভিযান চালায়।যদিও তখন ওই বিজেপি নেতা পলাতক ছিলেন। কিন্তু সেই খামারবাড়ি থেকে পুলিশ পাঁচ নাবালিকাকে উদ্ধার করে। এরপর গত ২২ জুলাই সেখান থেকে ২৩ জন মহিলা সহ ৭৩ জনকে আটক করা হয়।

Advertisement

আরও পড়ুন: Rule Change: ১ অগস্ট থেকে বদল আসতে চলেছে এই পরিষেবাগুলির! জানুন…

এই বিষয়ে মেঘালয়ের ডিরেক্টর-জেনারেল অফ পুলিশ এল.আর. বিষ্ণোই জানান, মঙ্গলবার ওই বিজেপির সহ সভাপতিকে উত্তরপ্রদেশের হাপুর জেলা থেকে গ্রেফতার করে পুলিশ। সেই সময় ধৃত হাপুড়ের জাতীয় সড়কে একটি ব্যক্তিগত ট্যাক্সিতে করে কোথাও পালানোর চেষ্টা করছিলেন। এদিকে ধৃতকে নিজেদের হেপাজতে আনতে বুধবারই হাপুড়ে পৌঁছয় মেঘালয় পুলিশের একটি দল। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তুরাতে ফিরিয়ে আনা হবে।

মেঘালয়ের জোট সরকার বিজেপি নেতার বিরুদ্ধে তাদের অবস্থানকে কঠোর ভাবে নিয়েছে। রাজ্য বিজেপি সভাপতি আর্নেস্ট মাওরির বিরুদ্ধে “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” সমস্ত অভিযোগ প্রত্যাহার করার দাবিতে প্রতিক্রিয়া জানিয়েছে। 

Advertisement

মহিলাদের ক্ষমতায়ন সম্পর্কিত মেঘালয় বিধানসভা কমিটি রাজ্যের সমাজকল্যাণ দফতরকে বিজেপি নেতার খামারবাড়ি থেকে উদ্ধার হওয়া পাঁচ নাবালকের অবস্থা সম্পর্কে আপডেট করতে বলেছে। আগামী ৮ আগস্ট প্রতিবেদন চাওয়া হয়েছে।

আরও পড়ুন: Parliament Monsoon Session: সংসদে বিশৃঙ্খলার অভিযোগ, সাসপেন্ড তৃণমূলের ৩ সাংসদ

এদিকে ২২ জুলাই অভিযানের পর নাবালকদের উদ্ধারের বিষয়টি যাচাই করা হয়েছে। এটি এমন একটি অপরাধ যার বিরুদ্ধে নারীদের একসঙ্গে সমাবেশ করতে হবে। এই ধরনের অপরাধগুলিকে তুলে ধরা আমাদের কর্তব্য”। কমিটির চেয়ারপার্সন এবং স্থগিত কংগ্রেস বিধায়ক আমপারিন লিংডোহ বলেছেন।

Advertisement

আরও পড়ুন: Mamata Banerjee : ‘আমার গায়ে কালি ছেটালে হাতে আলকাতরা আছে’, কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন: Visvabhrati University: ব্রহ্ম বিশ্ববিদ্যালয়ে কালী নিয়ে আলোচনা সভা, প্রতিবাদে সরব পড়ুয়ারা

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.