কাঠমান্ডুর নাইট ক্লাবে রাহুল! ভাইরাল ভিডিও
Connect with us

দেশের খবর

কাঠমান্ডুর নাইট ক্লাবে রাহুল! ভাইরাল ভিডিও

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: যত কাণ্ড কাঠমান্ডুতে। সোমবারই ছিল সত্যজিৎ রায়ের জন্মদিন। আর সেই দিনই আরও একবার প্রাসঙ্গিক হয়ে উঠল তাঁর সেই গল্প। তবে সেলুলয়েডে নয়। এবার যত কাণ্ড কাঠমান্ডু নিয়ে হইচই পড়ে গেল জাতীয় রাজনীতিতে। আর সেই নিয়ে আবারও বিতর্কে রাহুল গান্ধি। কাঠমান্ডুর এক নাইটক্লাবের একটি ভিডিও প্রকাশের পর কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি আবারও বিজেপির নিশানায়। ওই ভিডিও ক্লিপটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে এক নাইটক্লাবে মায়াবী আলোয় বন্ধুদের সঙ্গে পার্টিতে রাহুল গান্ধি। পিছনে উচ্চস্বরে বাজা গানের তালে নাচছেন আরও অনেকে। ক্লিপটি টুইটারে শেয়ার করে, কংগ্রেসের যুবরাজকে কটাক্ষ করে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালভিয়া লিখেছেন, “গোটা মুম্বই যখন অবরুদ্ধ, তখন নাইটক্লাবে ছিলেন রাহুল গান্ধি। তিনি এমন সময়ে একটি নাইটক্লাবে আছেন যখন তাঁর দলে বিস্ফোরণ হচ্ছে। তিনি ধারা বজায় রেখেছেন। মজার বিষয় হল, কংগ্রেস তাদের প্রেসিডেন্সি আউটসোর্স করতে অস্বীকার করার পরেই, তাদের প্রধানমন্ত্রী পদপ্রার্থীর উপর আঘাত কাজ করতে শুরু হয়েছে।”

আরও পড়ুন: কলেজ ছাত্রীকে নৃশংস হত্যা! খুনের আগে ফেসবুকে ইঙ্গিতপূর্ন পোস্ট সুশান্তর

Advertisement

জানা গিয়েছে, কাঠমান্ডুর একটি জনপ্রিয় নাইটক্লাবে ভিডিওটি তোলা হয়েছে। রাহুল গান্ধি সোমবার নেপালের রাজধানীতে অবস্থিত ম্যারিয়ট হোটেলে তাঁর সাংবাদিক বন্ধু সুমনিমা উদাসের বিয়েতে যোগ দিতে এসেছেন৷ মজার বিষয় হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনটি দিনের জার্মানি, ডেনমার্ক এবং ফ্রান্স সফর নিয়ে কটাক্ষ করে সোমবার রাতে কংগ্রেস টুইট করেছিল, ‘দেশে সংকটজনক পরিস্থিতি চলছে। কিন্তু সাহেব বিদেশে থাকতে পছন্দ করেন।’ এদিন রাহুলের নাইটক্লাবের ভিডিও শেয়ার করে পাল্টা দিল বিজেপি। তবে এই নিয়ে জাতীয় রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে জোর তরজা। যদিও কংগ্রেস এর মধ্যে অন্যায় কিছু দেখছে না। কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা বিজেপি ও নরেন্দ্র মোদিকে পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি।

আরও পড়ুন: খুশির ইদে মাতল দেশ, টুইট বার্তায় শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

তিনি টুইট করে লিখেছেন, ‘বন্ধুর বিয়েতে যোগ দিতে কাঠমান্ডুতে রয়েছেন রাহুল গান্ধি। তিনি সেখানে ব্যক্তিগত সফরে রয়েছেন। কেন বিজেপি বিদ্যুৎ সংকট, মুদ্রাস্ফীতি সম্পর্কিত প্রশ্নের উত্তর দিচ্ছে না? রাহুল গান্ধির সমালোচনার জন্য ওদের হাতে প্রচুর সময় রয়েছে। রাহুল গান্ধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো অনাহূত অতিথি হয়ে যাননি। তিনি বন্ধুর বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে নেপালে গিয়েছেন।’ কাঠমান্ডুর ভিডিও বিতর্কে কংগ্রেস নেতার পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি টুইটারে লিখেছেন, ‘রাহুল গান্ধি বা অন্য কেউ নাইটক্লাবে বা ব্যক্তিগত সময়ে বিয়েতে থাকুক না কেন এটা পৃথিবীতে কারোর মাথাব্যথার বিষয় কী করে হয়? অসুস্থ বিজেপি ট্রোলদের দায়িত্বপ্রাপ্তের উচিত তারা যা করে সেটাই ভালো করে করা। চায়ের পাত্রে বিয়ার নিয়ে দ্বিগুণ জীবনযাপন করুন।’

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.