নুসরাত জাহান (Nusrat Jahan) বয়স, উচ্চতা, স্বামী, সন্তান, জীবনী ও অন্যান্য বিষয়
Connect with us

নুসরাত জাহান

মডেল, অভিনেত্রী, রাজনীতিবিদ

নুসরাত জাহান  একজন ভারতীয় অভিনেত্রী, মডেল ও রাজনীতিবিদ। তিনি প্রধানত বাংলা চলচ্চিত্রে কাজ করেন।

পুরোনাম :

নুসরাত জাহান

ডাক নাম :

রুহি

জন্ম তারিখ :

08/01/1990

জাতীয়তা :

ভারতীয়

পেশা :

মডেল, অভিনেত্রী, রাজনীতিবিদ

পেশা :

মডেল, অভিনেত্রী, রাজনীতিবিদ

কর্মজীবন :

২০১০-বর্তমান

রাজনৈতিক দল :

তৃণমূল কংগ্রেস

দাম্পত্য সঙ্গী :

নিখিল জৈন (বিয়ে ২০১৯–২০২০), যশ দাশগুপ্ত (বিয়ে ২০২০)

সন্তান :

শিক্ষা :

আওয়ার লেডি কুইন অফ দা মিশন স্কুল, ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ

5/5 - (1 vote)

নুসরাত জাহান  একজন ভারতীয় অভিনেত্রী, মডেল ও রাজনীতিবিদ। তিনি প্রধানত বাংলা চলচ্চিত্রে কাজ করেন। ২০১৯ সালে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িত হন এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে বসিরহাট কেন্দ্র থেকে লোকসভার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত শত্রু চলচ্চিত্রে নায়ক জিতের বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয়ের মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্র জগতে পা রাখেন ।

জীবন ও শিক্ষা :

নুসরাত জাহান ১৯৯০ সালের ৮ই জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। তার মা-ও একজন অভিনেত্রী ছিলেন। তিনি ‘কুইন অব দ্য মিশন স্কুল’-এ স্কুলজীবন সমাপ্ত করেন এবং ‘ভবানীপুর কলেজ, কলকাতা’ হতে বি কম ডিগ্রি লাভ করেন।

অভিনীত চলচ্চিত্র :

  • ২০১১ – শত্রু, 
  • ২০১৩ – খিলাড়ি, খোকা ৪২০

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.