দেশের খবর
ট্রেন থামিয়ে সুরাপানে ব্যস্ত লোকোপাইলট, তুমুল হইচই বিহারে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ট্রেন দাঁড় করিয়ে চা খেতে গিয়েছিলেন চালক। যা নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের মদহীন বিহারে অ্যাসিসট্যান্ট লোকোপাইলটের বিরুদ্ধে ট্রেন থামিয়ে মদ্যপান করার অভিযোগ উঠল।
ঘটনাস্থল সেই বিহার রাজ্যই। জানা গিয়েছে, সমস্তিপুর-সহর্ষপুর প্যাসেঞ্জার ট্রেনটিকে দাঁড় করিয়ে মদ খেতে চলে গিয়েছন খোদ ট্রেনের লোকোপাইলট। ট্রেন স্টেশন ছাড়ার জন্য সিগন্যাল দেওয়া হলেও নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও স্টেশন ছাড়েনি ট্রেন।
জানা গিয়েছে, প্রায় একঘণ্টা দাঁড়িয়ে থাকার পরও ট্রেন না ছাড়াই যাত্রীদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়তে থাকে। এদিকে এই ঘটনায় রেলের এক জিআরপি জানান, লোকোপাইলট হয়ত সামনের কোনও দোকানে চা খেতে গিয়েছেন। কিন্তু আদতে ব্যাপারটি ছিল সম্পূর্ন ভিন্ন। চা নয়, ওই অ্যাসিসট্যান্ট লোকোপাইলট মদ খেতে গিয়েছিলেন বলে অভিযোগ ওঠে।
আরও পড়ুন: কাঠমান্ডুর নাইট ক্লাবে রাহুল! ভাইরাল ভিডিও
এদিকে হাঁসানপুর স্টেশনে দাঁড়িয়ে থাকে ট্রেনটি। এদিকে দীর্ঘসময় পেরিয়ে যাওয়ার পরও ট্রেন না ছাড়াই যাত্রীদের মধ্যে উত্তেজনা ছড়াতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে সহর্ষ এক্সপ্রেসের অপর লোকোপাইলটকে ট্রেন নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা জানান স্টেশন মাস্টার মনোজ কুমার চৌধুরী।
এদিকে দেখা যায়, করমবীর প্রসাদ যাদব নামের অভিযুক্ত ওই অ্যাসিসট্যান্ট লোকোপাইলট হাসানপুর বাজারে মদ খেয়ে তুমুল মাতলামো করছেন। এরপর তাঁকে জিআরপি ধরে নিয়ে আসেন। অভিযোগ ওই লোকোপাইলটের কাছ থেকে মদের বোতলও পাওয়া গিয়েছে।
আরও পড়ুন: বাড়ছে সংক্রমণের দাপট, সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের জরুরি তলব কেন্দ্রের
এই বিষয়ে সমস্তিপুরের DMR অলোক আগরওয়াল জানান, গোটা বিষয়টি খতিয়ে দেখে তারপর ওই পাইলটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।