দেশের খবর
৬০ বছর বয়সে, শাড়ি পরে জিতলেন ম্যারাথন!
লতার স্বামী ভগবান কারে ছিলেন একজন সিকিউরিটি গার্ড আর লতা অন্যের জমিতে জন হিসেবে কাজ করতেন

বেঙ্গল এক্সপ্রেস: স্বামীর প্রাণ বাঁচানোর জন্য ৬০ বছর বয়সী এক মহিলা দৌড়ালেন ম্যারাথনে। আজকে আমরা কথা বলতে চলেছি লতা ভগবান কারের। লতার স্বামী ভগবান কারে ছিলেন একজন সিকিউরিটি গার্ড আর লতা অন্যের জমিতে জন হিসেবে কাজ করতেন।
আর এভাবেই তাদের সংসার চলত। কিন্তু ২০১৩ সালের লতার স্বামীর ভগবান কারের হার্ট অ্যাটাক হয়। হার্ট এটাকে প্রাণ বেঁচে গেল ভগবান কারের ভালো চিকিৎসার প্রয়োজন ছিল। লতার তার স্বামীর এমআরআই টেস্ট করানোর জন্য 5000 টাকার প্রয়োজন ছিল। যখন তিনি তার আত্মীয় ও পাড়া-প্রতিবেশীদের কাছে সাহায্যের হাত চায় তখন সবাই তাকে ফিরিয়ে দেয়। তখন লতা টাকা উপার্জন করার জন্য জমির পাশাপাশি স্কুলও কাজ করা শুরু করে।
আরও পড়ুন- কমিশনকে ভুল তথ্য দিয়ে মেয়র হলেন বিহারের রাখি!!
আর তখন স্কুলে কাজ করার সময় সিনিয়র সিটিজেনদের প্রতিযোগিতা একটি পোস্টার দেখেন। আর ওই প্রতিযোগিতার প্রাইজ ছিল পঞ্চাশ হাজার টাকা। আর তখনই আর অন্য কোন কথা চিন্তা না করে লতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শাড়ি পড়ে খালি পায়ে ম্যারাথনে দৌড়ে জিতে যান তিনি। জিতে যাওয়া প্রাইস পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুধুমাত্র তার স্বামীর চিকিৎসা করার নেই তিনি তার পাশাপাশি এই সাহসের মাধ্যমে আরো অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এমনকি লতা ভগবান কার এর নামে একটি ফিল্ম তৈরি হয় যেখানে তিনি নিজে লিড ক্যারেক্টারে রোল করেন। স্যালুট এরকম মহিলা কে যিনি এত কঠিন পরিস্থিতির মধ্যেও হার মানেননি।