আন্তর্জাতিক
গিনিস বুক অফ ওয়ার্ল্ডের নাম তোলার জন্য অন্ধ হতেও রাজি ছিলেন নাইজেরিয়ার এক যুবক
কিন্তু আপনি জানলে অবাক হবেন যে, গিনিস বুক অফ ওয়ার্ল্ড এ নাম তুলবার জন্য এক টানা সাত দিন কান্না করেছেন এই যুবক।

বেঙ্গল এক্সপ্রেস: আপনি একটানা কতক্ষণ কান্না করতে পারবেন? নিশ্চয়ই এক ঘন্টা তা না হলে টেনেটুনে দু’ঘণ্টা, আচ্ছা চলুন মেনে নেওয়া যাক যে আপনি একটানা পাঁচ ঘন্টা কাটতে পারবেন। কিন্তু তার বেশি আর চোখ থেকে জল বেরোবে না। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে, গিনিস বুক অফ ওয়ার্ল্ড এ নাম তুলবার জন্য এক টানা সাত দিন কান্না করেছেন নাইজেরিয়ার টেম্বু এবেরে নামক এক যুবক।
এক প্রতিবেদনে বলা হয়েছে যে, যে যত দীর্ঘ সময় ধরে কাঁদতে পারবেন তা নিয়ে একটি প্রতিযোগিতা হয়েছিল। সেই প্রতিযোগিতায় শামিল হয়েছিল নাইজেরিয়ার ওই যুবক। কন্টিনিউ যোগ দিয়ে জল বের করবার জন্য তিনি বিভিন্ন ধরনের কলা কৌশল নিজের চোখের উপর প্রয়োগ করেছিলেন। যার কারণে তিনি 45 মিনিটের মতো অন্ধ হয়ে যান।
আরও পড়ুন-নিজের থেকে তিনগুণ বয়সের বড়ো শিক্ষিকাকে বিয়ে করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট
তার চোখ ফুলে গিয়েছিল মাথাতেও হয়েছিল অসম্ভব পরিমাণের যন্ত্রণা এবং তিনি যন্ত্রণা সহ্য করতে পারছিলেন না কিছুতেই। অবশ্য এখন তিনি সুস্থ হয়েছেন চোখ নিয়েও নেই কোন সমস্যা। এত কিছু ঘটে যাওয়ার পরও তিনি প্রতিযোগিতা থেকে পিছুপা হন নি। প্রতিযোগিতা টিকে থাকবার জন্য তিনি ভিন্ন ধরনের কৌশল প্রয়োগ করতে থাকে নিজের ওপর।