দেশের খবর
Supreme Court: আর্থিক তছরূপ মামলায় যখন-তখন গ্রেফতার সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে ইডি, রায় দিল সুপ্রিম কোর্ট

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ‘ইডি’ দুই অক্ষরের এই শব্দ এখন ভয় ধরাচ্ছে দেশের তাবড় তাবড় নেতাদের। আর্থিক তছরূপ, বেআইনি সম্পত্তির হদিশ সব সূত্র খুঁজে বের করে বাংলা সহ গোটা দেশজুড়ে বিভিন্ন প্রান্তে রেইড করছে ED।
এবার এই ইডিকে বিশেষ ক্ষমতা দেওয়ার পক্ষে সওয়াল করে রায় দিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। সূত্রের খবর, বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি AM Khanwilkar-এর ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করে বলে, ”সম্পত্তি বাজেয়াপ্ত বা তল্লাশি চালাতে পারবে ইডি। ইডিকে এই বিষয়ে ছাড়পত্র দিয়ে দিল সুপ্রিম কোর্ট”।
পিএমএলএ আইনের আওতায় ইডির ক্ষমতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছিল। তার বেশির ভাগই বুধবার খারিজ হয়ে গিয়েছে বিচারপতি এএম খানউইলকরের বেঞ্চে। আরও জানা গিয়েছে, বিরোধীদের নিশানা করতে মোদি সরকার ইডির মতো কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে বলে অভিযোগ।
আরও পড়ুন: Gujarat hooch Case: বিষমদে ২৮ জনের মৃত্যু, গ্রেফতার ১৪
কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার আগে ইডি ন’বছরে মোট ১১২টি তল্লাশি চালিয়েছিল। মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর গত আট বছরে ৩,০১০টি তল্লাশি অভিযান চালিয়েছে ইডি।
আরও পড়ুন: MonkeyPox Case: উদ্বেগ বাড়াছে মাঙ্কিপক্স, সব হাসপাতালকে প্রস্তুত থাকার নির্দেশ যোগীর
সুপ্রিম কোর্টের বুধবারের রায়ের মধ্যে দিয়ে ইডি বড় জয় পেল বলে মনে করা হচ্ছে। এর ফলে পিএমএল আইনে তল্লাশি, বাজেয়াপ্ত এবং গ্রেফতার করার ক্ষেত্রে ইডির আর কোনও বাধা রইল না। পিএমএলএ-এর অধীনে মানি লন্ডারিং একটি স্বতন্ত্র অপরাধ বলে উল্লেখ করে বেঞ্চ বলেছে, “প্রকৃতি বা পূর্বনির্ধারিত অপরাধের সময়সূচীতে কোনও প্রভাব নেই। ইসিআইআর এফআইআর-এর সমান নয়। পূর্বনির্ধারিত অপরাধে এফআইআর রেকর্ড করা না হওয়া তার পথে আসে না। ইডি তদন্ত করে দেখবে।
আরও পড়ুন: Rule Change: ১ অগস্ট থেকে বদল আসতে চলেছে এই পরিষেবাগুলির! জানুন…
আরও পড়ুন: CBSE: দশমের পরীক্ষায় তাক লাগানো ফল, বাবা-মা হারা মেয়ে পেল ৯৯.৪ শতাংশ