CBSE: দশমের পরীক্ষায় তাক লাগানো ফল, বাবা-মা হারা মেয়ে পেল ৯৯.৪ শতাংশ
Connect with us

দেশের খবর

CBSE: দশমের পরীক্ষায় তাক লাগানো ফল, বাবা-মা হারা মেয়ে পেল ৯৯.৪ শতাংশ

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: নিষ্ঠা, একাগ্রতা, অধ্যাবসায়, ধৈর্য্য, কঠোর পরিশ্রমের মানসিকতা থাকলে যে কোনও অসম্ভবকেই সম্ভব করা যায়। এই কথাটা আরও একবার প্রমাণ করে দিলেন পাটনার এক ছাত্রী।

ছাত্রীর নাম সৃজা। পাটনার বাসিন্দা। এ বারের সিবিএসই-র (CBSE) দশমের পরীক্ষায় ৯৯.৪ শতাংশ নম্বর পেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে সে। মায়ের মৃত্যুর পরই বাবা তাকে ছেড়ে চলে গিয়েছিল। দেখাশোনা করার কেউ না-থাকায় দাদু-দিদা তাকে নিয়ে যান নিজেদের বাড়িতে। সেখান থেকেই পড়াশোনা। নাতনির এই ফলে দারুণ খুশি সৃজার বৃদ্ধা দিদাও।

অভিভাবকহীন একটি মেয়ে সিবিএসইতে (CBSE) দারুণ ফল করায় খবর চাপা থাকেনি। সংবাদমাধ্যম ছুটে এসেছিল সৃজার দাদু-দিদিমার বাড়িতে। নাতনিকে পাশে বসিয়ে বৃদ্ধার গলায় খেদের সুর, “আমার মেয়ে মারা যাওয়ার পরই জামাই নাতনিকে ছেড়ে চলে যায়। দ্বিতীয় বার বিয়ে করে। নাতনিকে দেখোশানা করার কেউ ছিল না। আমাদের কাছে নিয়ে এসে পড়াশোনা করাই। যতটা পারছি করে যাব।”

Advertisement

আরও পড়ুন: Rule Change: ১ অগস্ট থেকে বদল আসতে চলেছে এই পরিষেবাগুলির! জানুন…

এর পরই জামাইয়ের উদ্দেশে তাঁর মন্তব্য, “আশা করি, মেয়ের এই ফল দেখার পর ওকে পস্তাতেই হবে ওর সিদ্ধান্তের জন্য। যে ভাবে মেয়েকে ছেড়ে চলে গিয়েছে, আমার মেয়ের মৃত্যুর পর এক বারও মেয়েকে দেখতে আসেনি। এর জন্য ওকে পস্তাতেই হবে।”

আরও পড়ুন: Parliament Monsoon Session: সংসদে বিশৃঙ্খলার অভিযোগ, সাসপেন্ড তৃণমূলের ৩ সাংসদ

Advertisement

দিদার পাশেই বসেছিল সৃজা। মুখে স্মিত হাসি। পরীক্ষায় বিপুল নম্বর পেয়েও যেন কোথাও একটা শূন্যতা কাজ করছিল তার। সেই ভিডিয়োই শেয়ার করেছেন বরুণ গান্ধী। তিনি লেখেন, “ত্যাগ এবং সমর্পণের এক অনন্য নজির। মায়ের মৃত্যুর পর মেয়েকে ছেড়ে চলে যান বাবা। নিজের পরিশ্রম এবং দাদু-দিদার অক্লান্ত চেষ্টায় সেই মেয়ে আজ ৯৯.৪ শতাংশ পেয়েছে।”

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.