দেশের খবর
MonkeyPox Case: উদ্বেগ বাড়াছে মাঙ্কিপক্স, সব হাসপাতালকে প্রস্তুত থাকার নির্দেশ যোগীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কোভিডের মাঝেই ভয় ধরাচ্ছে মাঙ্কিপক্স আতঙ্ক! দেশে ইতিমধ্যে এই ভাইরাসের দ্বারা আক্রান্ত ৩ জনের হদিশ মিলেছে। এই অবস্থায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে একগুচ্ছ পদক্ষেপ নিচ্ছে উত্তরপ্রদেশ সরকার।
সূত্রের খবর, মঙ্গলবার উত্তরপ্রদেশ রাজ্য সরকার রাজ্যের সমস্ত কোভিড হাসপাতালগুলিকে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছে। এর জন্য উত্তরপ্রদেশের হাসপাতালগুলিতে যে কোনও ধরণের বিপর্যয় মোকাবিলায় আগাম বেড সংরক্ষণ করে রাখার নির্দেশ দিয়েছে। যদিও এই রাজ্যে এখনও পর্যন্ত কোনও মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ মেলেনি।
আরও পড়ুন: মোদির রাজ্যে বিষ মদ খেয়ে চার জনের মৃত্যু! আশঙ্কাজনক অনেকেই
আরও জানা গিয়েছে, রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিকে মাঙ্কিপক্স মোকাবিলায় কেন্দ্রের সতর্কতা মূলক গাইডলাইন মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও মাঙ্কিপক্সের লক্ষণযুক্ত আন্তর্জাতিক ভ্রমণকারীদের দিল্লি বিমানবন্দর থেকে সোজা চিকিৎসার জন্য লোকনায়ক জয় প্রকাশ (এলএনজেপি) হাসপাতালে পাঠানো হবে। শুধু তাই নয়, দিল্লি রবিবার মাঙ্কিপক্সের প্রথম কেসের কথা জানিয়েছে।
প্রসঙ্গত, বেশ কিছুদিন আগেই কেরলে হদিশ মিলেছে মাঙ্কিপক্সে আক্রান্ত তৃতীয় ব্যক্তির। বছর ৩৫ এর এক ব্যক্তির দেহে মিলেছে মাঙ্কিপক্সের সংক্রমণ। কেরল রাজ্যের স্বাস্থ্য মন্ত্রকের তরফে তৃতীয় আক্রান্তের খবর নিশ্চিত করে জানানো হয়।
আরও পড়ুন: National Herald Case: জেরাপর্ব অসম্পূর্ণ, দ্বিতীয় দফায় ED-র দফতরে সনিয়া
স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, ফের আরও এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্সের সংক্রমণ মিলেছে। সংক্রমিত ব্যক্তি অতি সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহি থেকে ঘুরে দেশে ফিরেছেন। কেরলের মালাপ্পুরমের বাসিন্দা তিনি। দেশে ফেরার পর তাঁর শারীরিক পরিক্ষা নিরিক্ষা করা হলে রিপোর্টে তাঁর দেহে মাঙ্কিপক্সের সংক্রমণ মেলে। আর তারপরই তাঁকে মাঞ্জেরি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন থাকলেও আক্রান্ত ব্যক্তির অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
আরও পড়ুন: ভারতে মাঙ্কিপক্সের থাবা! স্বাস্থ্যবিধি মানতে জারি কেন্দ্রের নয়া গাইডলাইন
আরও পড়ুন: দেশে ফের মাঙ্কিপক্সের থাবা, কেরলে তৃতীয় আক্রান্তের হদিশ