দেশের খবর
Gujarat hooch Case: বিষমদে ২৮ জনের মৃত্যু, গ্রেফতার ১৪

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মোদি রাজ্যে বিষমদ কাণ্ডে হু-হু করে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত এই ঘটনায় মৃতের সংখ্যা ছুঁয়েছে ২৮। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
সূত্রের খবর, মোদি-শাহ রাজ্যে বিষমদ! চাঞ্চল্যকর এই ঘটনায় গুজরাট পুলিশ একটি এফআইআর দায়ের করেছে। এবং গুজরাট হুচ ট্র্যাজেডিতে ৩০২ ধারায় একটি মামলা দায়ের করেছে। অভিযোগ, রাজ্যে নকল দেশী মদ খাওয়ার পরে ২৮ জন মারা গিয়েছেন।
আরও জানা গিয়েছে, পুলিশ এই ঘটনায় 302, 328, 120B এবং নিষিদ্ধ আইনের অন্যান্য ধারা সহ একাধিক ধারায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত এফআইআর-এর তালিকায় ১৪ জনের নাম দেওয়া হয়েছে। যদিও ঘটনায় অভিযুক্তদের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন: মোদির রাজ্যে বিষ মদ খেয়ে চার জনের মৃত্যু! আশঙ্কাজনক অনেকেই
এদিকে গুজরাটে দীর্ঘ দিন ধরে মদ তৈরি এবং বিক্রির উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। তা সত্ত্বেও এই ঘটনায় রাজ্যের শাসক দলকে নিশানা করেছে কংগ্রেস। বিজেপির প্রশ্রয়ে বেশ কয়েকদিন ধরে রাজ্যে চোলাই মদের রমরমা বেড়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। কংগ্রেসের সুরে সুর মিলিয়েছে আম আদমি পার্টিও। চোলাই মদের রমরমা বৃদ্ধির পিছনে গেরুয়া শিবিরের মদত রয়েছে বলে দাবি করেছে অরবিন্দ কেজরিওয়ালের দল। মদ নিষিদ্ধ হলেও, গুজরাটে প্রায় ২০ লাখ মানুষ সুরা আসক্ত বলে গত বছর এক সরকারি রিপোর্টে প্রকাশিত হয়েছে। রাজস্থান, উত্তরপ্রদেশ এবং বিহারের থেকেও গুজরাটের অবস্থা আরও খারাপ বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছিল।
আরও পড়ুন: Ram Nath Kovind: বিদায় বেলাতেও সমালোচনার মুখে কোবিন্দ, BJP-র দূত কটাক্ষ মুফতির
প্রসঙ্গত, গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন জেলায় বিষ মদ খেয়ে মৃত্যু নিয়ে হইচই পড়ে গিয়েছে। সেই নিয়ে রাজ্য সরকার এবং শাসক দল তৃণমূলকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি, কংগ্রেস ও সিপিএম। সেই নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। এবার নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতেও বিষ মদ খেয়ে ২৮ মৃত্যু হল!
আরও পড়ুন: Mamata Banerjee : ‘আমার গায়ে কালি ছেটালে হাতে আলকাতরা আছে’, কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর
আরও পড়ুন: Visvabhrati University: ব্রহ্ম বিশ্ববিদ্যালয়ে কালী নিয়ে আলোচনা সভা, প্রতিবাদে সরব পড়ুয়ারা