মদের বোতল নিয়ে স্কুলে হাজির ছাত্র, তারপর...
Connect with us

বাংলার খবর

মদের বোতল নিয়ে স্কুলে হাজির ছাত্র, তারপর…

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: স্কুল হল ছাত্রছাত্রীদের কাছে মন্দিরের সমান। যেখানে শিক্ষালাভ করে পড়ুয়ারা নিজেদের আলোকিত করে তোলে। কিন্তু সেই স্কুলেই দেখা গেলো এক অন্য ছবি। ব্যাগের মধ্যে শুধু বই, খাতা, পেন -ই নয় মদের বোতল নিয়ে স্কুলে হাজির এক ছাত্র।

ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার কোতুলপুর থানার সিহাস আর- জি হাইইস্কুলে। জানা গিয়েছে, প্রতিদিনের মতোই শুক্রবারও স্কুলে এসেছিল দশম শ্রেণির এক ছাত্র। শিক্ষক ক্লাসে আসলে অভিযুক্ত ছাত্রের এক সহপাঠি জানায়, মদের বোতল নিয়ে স্কুলে এসেছে ওই পড়ুয়া। ঘটনা জানাজানি হতেই সত্যিটা যাচাই করতে শিক্ষক ছাত্রের ব্যাগে তল্লাশি করলে জানতে পারেন, জলের বোতলে মধ্যে নিয়ে এসেছে মদ।

আরও পড়ুন: পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে নতুন রূপে সেজে উঠছে দীঘা

Advertisement

এরপর বিষয়টি প্রধান শিক্ষককে জানানো হয়। শুধু তাই নয়, ছেলেটির বাড়িতে ফোন করে তার অভিভাবককে স্কুলে দেখা করার নির্দেশ দেওয়া হয় স্কুলের তরফ থেকে।
এই বিষয়ে স্কুলের এক সহ শিক্ষক সাবির আলী খান জানান, ওই ছাত্রের কাছে আগেও বেশ কিছু নেশার দ্রব্য পাওয়া গিয়েছে। ওই ছাত্রকে আগেও সচেতন করা হয়েছিল কিন্তু সে সব তোয়াক্কা না এবার স্কুলে মদ নিয়ে এসেছে। এর জন্য ওই ছাত্রকে স্কুল থেকে বরখাস্ত করা হয়েছে।

তিনি আরও জানান, এই ধরণের ঘটনা স্কুলে আগে কখনও ঘটেনি। এই প্রথম বার ঘটেছে। তবে আর যাতে এই ধরণের ঘটনা না ঘটে সেই বিষয়ে তাঁরা সচেতন থাকবেন। অভিযুক্ত স্কুল পড়ুয়া জানায়, সে স্কুলে আসার সময় তাকে কোনও এক যুবক ওই বোতলটি জলের বোতল বলে রাখতে দেয়। তারপর সে স্কুলে গেলে জানতে পারে তার ব্যাগে রাখা জলের বোতলে মদ রয়েছে।

আরও পড়ুন: স্বামীর সঙ্গে বচসা, মদের সঙ্গে কীটনাশক মিশিয়ে খেয়ে চরম পরিণতি স্ত্রীর

Advertisement

ফিরোজ মোল্লা নামের এক ব্যক্তি বলেন, ”এবিষয়ে সম্পূর্ণ দোষ স্কুল কর্তৃপক্ষের। শিক্ষকরা সঠিক পদক্ষেপ নিলে আজ এই ঘটনা ঘটত না। এর জন্যই সরকারি স্কুলের পরিকাঠামো তলানিতে চলে যাচ্ছে”। অভিযুক্তের বাবা বলেন, ”এই বিষয়ে আমি কিছুই জানতাম না। স্কুল থেকে আমাকে ডেকে পাঠালে, আমি স্কুলে গিয়ে দেখি মদের বোতল না। তবে জলের বোতলে করে খুবই সামান্য পরিমান মদ নিয়ে যায় আকাশ। তবে কোথা থেকে মদ পেয়েছে আকাশ সেই বিষয়ে গুণাক্ষরেও কিছু জানেন না তিনি”।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.