দেশের খবর
Birsa Munda Airport: বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হবে বিমানবন্দর, আতঙ্ক যাত্রীমহলে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বোম দিয়ে বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি। ঠিক রাত ১২.১৫-র সময় বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে গোটা বিমানবন্দরকে। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ঝাড়খণ্ডের বীরসা মুণ্ডা বিমানবন্দরে।
সূত্রের খবর, বৃহস্পতিবার বীরসা মুণ্ডা বিমানবন্দরের ডিরেক্টরের ফোনে একটি ফোন আসে। সেই ফোন কলে বলা হয়, বৃহস্পতিবার রাত ঠিক ১২টা বেজে ১৫মিনিটে বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে বীরসা মুণ্ডা বিমানবন্দর। ঘটনার খবর চাউর হতেই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দরের কর্মী এবং যাত্রীদের মধ্যে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের বিমানবন্দরে ছড়াল বোমাতঙ্ক।
আরও পড়ুন: Mumbai Fire: কালো ধোঁয়ায় ঢাকল আন্ধেরির আকাশ, বাণিজ্যনগরীতে আগুন আতঙ্ক
জানা গিয়েছে, বিমানবন্দরের ডিরেক্টর বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানালে ফোনের সিমের সূত্র ধরে ঘটনার তদন্তে নামে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, সিমের আসল মালিক কে তা না জানা গেলেও, সেটি রীতেশ পাণ্ডে নামের নালন্দার এক ব্যক্তির পরিচয়ে তোলা হয়েছিল। তবে এই ঘটনার পিছনে মূল মাথা কে রয়েছে তাকে খুঁজে বের করতে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে রাঁচি পুলিশ এবং বিমানবন্দর কর্তৃপক্ষ। এদিকে রাঁচি বিমানবন্দরের মুখ্য নিরাপত্তা আধিকারিক গোটা বিষয়টি লিখিত আকারে জানিয়ে পুলিশে একটি অভিযোগ দায়ের করেছেন।
এদিকে এই ঘটনায় বিমানবন্দর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। অন্যদিকে বিমানবন্দরে বোমা হামলা ও হুমকির খবর ছড়িয়ে পড়তেই কিছুক্ষণের জন্য বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আরও জানা গিয়েছে, অভিযুক্ত ফোনে বলেছিল, তার কিছু চাওয়ার আছে, যা পূরণ না হলে বোমা মেরে বিমানবন্দর উড়িয়ে দেবে। অভিযোগ, বিমানবন্দরে তার লোকজনও রয়েছে। কিছু জায়গায় বোমা রাখা হয়েছে, এরপর বোমা নিষ্ক্রিয়কারী দল গোটা বিমানবন্দর তল্লাশি করে, কোথাও কোনও আপত্তিকর বস্তু পাওয়া যায়নি। এরপর বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়।
আরও পড়ুন: বায়ুসেনার এলাকায় ঢুকে মোবাইলে ছবি তোলার অভিযোগে গ্রেফতার ২
এই বিষয়ে বিমানবন্দরের ব্যবস্থাপক কানহাইয়া লাল আগরওয়াল জানিয়েছেন, পুরো বিষয়টি তদন্ত করা হয়েছে। তদন্তে মনে হচ্ছে এটি ভুয়ো কলের ঘটনা। বর্তমানে বিমানবন্দরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি আরও কঠোর করার নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে বিমানবন্দর পরিচালক বলেন, ‘যাত্রীদের ভয় পাওয়ার দরকার নেই।
আরও পড়ুন: Uttar Pradesh: পণ না দেওয়ার অপরাধ, স্বামী-দেওর মিলে মহিলাকে ধর্ষনের অভিযোগ