দেশের খবর
Rule Change: ১ অগস্ট থেকে বদল আসতে চলেছে এই পরিষেবাগুলির! জানুন…

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অগস্ট মাস শুরু হতে আর কিছুদিনের অপেক্ষা। এই মাস শুরু হতেই ১ তারিখ থেকে বদল আসতে চলেছে বেশ কিছু পরিষেবার। এলপিজি সিলিন্ডারের (এলপিজি) দাম প্রতি মাসের প্রথম তারিখে নির্ধারিত হয়। ১ অগস্ট থেকে, ব্যাঙ্ক অফ বরোদা চেকের সাথে সম্পর্কিত নিয়মগুলি পরিবর্তন করতে চলেছে। অন্যদিকে, ব্যাঙ্ক অফ বরোদায় পজিটিভ পে সিস্টেম শুরু হতে চলেছে৷ এছাড়াও, অগস্টে বেশ কিছু উত্সব থাকার কারণে ব্যাঙ্কও বন্ধ থাকবে।
১. ব্যাঙ্ক অফ বরোদা চেক পেমেন্ট নিয়মঃ ১ অগস্ট থেকে পরিবর্তন হতে চলেছে ব্যাঙ্ক অফ বরোদার চেক পেমেন্টের নিয়ম। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) নির্দেশিকা অনুসরণ করে, ব্যাঙ্ক অফ বরোদা চেক পেমেন্টের নিয়ম পরিবর্তন করা হচ্ছে। গ্রাহকদের জানান হয়েছে, ৫ লক্ষ টাকা বা তার বেশি পরিমাণের চেক পেমেন্টের জন্য এবার বেতন ব্যবস্থা কার্যকর করা হয়েছে। এর জন্য গ্রাহককে এসএমএস, নেট ব্যাঙ্কিং বা মোবাইল অ্যাপের মাধ্যমে চেক সংক্রান্ত তথ্য ব্যাঙ্কে দিতে হবে। তারপরই আপনার চেক ক্লিয়ার হবে।
২. রান্নার গ্যাসের দামঃ প্রতি মাসের ১ তারিখে এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়। ১ অগস্ট সরকারি তেল বিপণন কোম্পানিগুলো গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করবে। গতবারের মত এবারও এলপিজির দাম বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
৩. ১৮ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবেঃ অগস্ট মাসে ১৮ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। কারণ অগস্টে রয়েছে মহরম, স্বাধীনতা দিবস, জন্মাষ্টমী ও গণেশ চতুর্থীর মতো অনেক উত্সব, তাই সেই দিনগুলিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক। এছাড়াও রবিবার দ্বিতীয় ও চতুর্থ শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ব্যাংকগুলো বন্ধ থাকবে। এই সাপ্তাহিক ছুটি একসাথে নিয়ে অগস্ট মাসে পুরো ১৮ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।