দেশের খবর
‘ভারত মানেই ব্যবসা’, দাবি প্রধানমন্ত্রীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রযুক্তির উন্নতি, দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে সদা তৎপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার হায়দরাবাদে ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস-এর ২০ তম বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেশের ব্যবসা বাণিজ্য নিয়ে আরও একবার সওয়াল করলেন তিনি।
তিনি বলেন, ”ভারত (India) মানেই বাণিজ্য (Business)।” এদিন ইন্ডিয়ান বিজনেস স্কুলের স্নাতকদের ব্যক্তিগত লক্ষ্যকে দেশের লক্ষ্যের সঙ্গে যুক্ত করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, ”বাণিজ্যিক ক্ষেত্রে কোনও দিক থেকে পিছিয়ে নেই ভারত। ইন্টারনেট ব্যবহারে আমাদের দেশ সারা বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে। গ্লোবাল রিটেল ইনডেক্সেও ভারত বিশ্বে দ্বিতীয়। বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেম ভারতে। বিশ্বের তৃতীয় বৃহত্তম উপভোক্তা বাজার ভারতে। ভারত আজ প্রবৃদ্ধির প্রধান কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে। গত বছর ভারতে সবচেয়ে বেশি এফডিআই এসেছে। আজ সারা বিশ্ব বুঝতে পারছে ভারত মানেই ব্যবসা।”
সংস্কারের প্রয়োজনীয়তা স্বীকার করে প্রধানমন্ত্রী মোদি দাবি করেছেন যে, তিন দশকের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে প্রয়োজন থাকা সত্ত্বেও দেশে বাণিজ্যিক সংস্কার করা যায়নি।
আরও পড়ুন: রক্ত নেওয়ার পরই HIV সংক্রামিত ৪ শিশু, সর্বনাশা ব্যাধিতে প্রাণ হারাল ১
তিনি বলেছেন, “আমরা যদি গত আট বছরের আগের তিন দশকের সঙ্গে তুলনা করি, তাহলে আমরা দেখব যে রাজনৈতিক ইচ্ছাশক্তি এবং অস্থিতিশীলতার অভাবের কারণে প্রয়োজন থাকা সত্ত্বেও সংস্কার করা যায়নি। ভারত কোনও বড় সিদ্ধান্ত নিতে পারেনি। ২০১৪ সাল থেকে ভারত রাজনৈতিক ইচ্ছাশক্তি এবং সংস্কারের লক্ষ্যে আত্মনির্ভরশীল হয়ে ওঠার উপর জোর দিয়েছে। সমস্ত ব্যবসায়িক পেশাদারদের এতে একটি বড় ভূমিকা রয়েছে। সরকারের সংস্কার, আমলাতন্ত্র এবং জনগণের অংশগ্রহণ পরিবর্তনের দিকে নিয়ে যায়।”
আরও পড়ুন: উপত্যকায় মর্মান্তিক ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে গাড়ি ছিটকে পড়ল খাদে, মৃত ৯
এছাড়াও তিনি কোভিড কালে ভারতের সাফল্যের কথা তুলে ধরেন। করোনাকালে গোটাদেশ সহ সারা বিশ্বে ভারত ভ্যাক্সিন এবং প্রয়োজনীয় ওষুধ জুগিয়েছে। এছাড়াও প্রায় ১০০’টি দেশকে করোনার ভ্যাক্সিন প্রদান করেছে ভারত সে কথাও এদিন তুলে ধরেন তিনি।