দেশের খবর
উপত্যকায় মর্মান্তিক ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে গাড়ি ছিটকে পড়ল খাদে, মৃত ৯

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের ভূস্বর্গে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে সোজা গভীর খাদে গিয়ে পড়ল ক্যাব গাড়ি। মর্মান্তিক এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯ জন।
বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে শ্রীনগর-লেহ জাতীয় সড়কে। কাশ্মীরের Ganderbal জেলায়। কাশ্মীর প্রশাসন সূত্রে এই খবর জানানো হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ক্যাবটি কার্গিল থেকে শ্রীনগর যাওয়ার পথে, বুধবার গভীর রাতে জোজিলায় রাস্তা থেকে ছিটকে পড়ে এবং গভীর খাদের মধ্যে গড়িয়ে পড়ে যায়।
আরও পড়ুন: মদ্যপ বাবার কাছে শারীরিক নির্যাতনের অভিযোগ, দরজা খুলতেই কিশোরীর চরম পরিণতি দেখল পুলিশ
জানা গিয়েছে, দুর্ঘটনার পর উদ্ধার কাজে নামেন কাশ্মীর পুলিশ, সেনাবাহিনী এবং স্থানীয়রা। প্রথমে ৪’টি মৃতদেহ উদ্ধার করা হয় এবং অন্য ৫ জনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: মনপসন্দ হচ্ছিল না দোকানের নাম, টুইটারে নেটিজেনকে সাহায্যের হাত বাড়ালেন শশী থারুর
পুলিশ জানিয়েছেন, নিহতরা হলেন পুঞ্চের বাসিন্দা আজহার ইকবাল (চালক), অঙ্কিত দিলীপ, গুজরাটের বাসিন্দা, গান্ধী মারমু এবং তার বাবা মঙ্গল মারমু, উভয়েই ঝাড়খণ্ডের বাসিন্দা। রঞ্জিত কুমার পাঞ্জাবের বাসিন্দা। মুহম্মদ আসলাম কুলগামের বাসিন্দা। ইউপির বাসিন্দা নায়েব সুবেদার নানক চাঁদ, ছত্তিশগড়ের বাসিন্দা দিলেশ্বর সিধর এবং সুনীল লাল নামে অন্য একজন।