দেশের খবর
যৌন কাজ অপরাধ নয়, ‘দেহ ব্যবসাকে’ পেশা হিসেবে সিলমোহর দিল সুপ্রিম কোর্ট

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অবশেষে স্বস্তি! যৌন পেশা বা দেহ ব্যবসা কোনও অপরাধমূলক কাজ নয়। আর পাঁচটা কাজের মতোই যৌন পেশাকেও সম্মানের কাজ হিসেবে স্বীকৃতি দিল দেশের শীর্ষ আদালত (Supreme Court)।
জানা গিয়েছে, যৌন পেশা যে কোনও অপরাধবৃত্তি নয় তা নিয়ে বহুদিন ধরেই চলছিল আইনী লড়াই। অবশেষে এই পেশাকে আর পাঁচটা কাজের মতোই সমান বলে এদিন স্বীকৃতি দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার এই বিষয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, যারা যৌনকর্মী বা দেহ ব্যবসার সঙ্গে যুক্ত তাঁদের হেয় করা যাবে না। ভারতীয় সংবিধানে সবাইকে যেমন মৌলিক অধিকার দেওয়া হয়েছে, তেমনই প্রত্যেক নাগরিকের সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে। কোনও মানুষ বা অন্য কেউ এতে হস্তক্ষেপ করতে পারে না। প্রত্যেক মানুষেরই নিজের মতো করে বেঁচে থাকার এবং জীবন যাপন করার অধিকার রয়েছে।
সুপ্রিম নির্দেশে আরও বলা হয়েছে, এবার থেকে পুলিশ বা অন্য কেউ যৌন কর্মীদের নামে জোর করে কোনও মামলা চাপিয়ে দিতে পারবেন না। এমনকি আইনের দোহাই দিয়ে কাউকে হেনস্থা করতে পারবেন না। তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে।
আরও পড়ুন: উপত্যকায় মর্মান্তিক ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে গাড়ি ছিটকে পড়ল খাদে, মৃত ৯
এই বিষয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি এল নাগেশ্বর রাও সহ তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে, যৌনকর্মীরা আইনের সম্মান এবং সুরক্ষা পাওয়ার অধিকারী। ফৌজদারি আইন অবশ্যই বয়স এবং সম্মতির ভিত্তিতে সকল ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে। যখন এটা স্পষ্ট যে যৌনকর্মী একজন প্রাপ্তবয়স্ক এবং নিজ সম্মতিতে অংশগ্রহণ করছে, তখন পুলিশকে অবশ্যই হস্তক্ষেপ করা বা কোনও অপরাধমূলক ব্যবস্থা নেওয়া থেকে বিরত থাকতে হবে।
এটা বলার দরকার নেই যে, পেশা যাই হোক না কেন, সংবিধানের ২১ নং ধারায় এদেশের প্রতিটি ব্যক্তির একটি মর্যাদাপূর্ণ জীবন যাপনের অধিকার রয়েছে। শুধু যৌনকর্মীদের তাঁদের অধিকার সম্পর্কে সচেতন করতে হবে।
আরও পড়ুন: ভিসা দুর্নীতিতে নাম জড়িয়েছে পি চিদাম্বরম পুত্রের, ফের ৩০ মে CBI তলব
ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে, কেউ পতিতালয়ে রয়েছে বা কোনও শিশুকে পতিতালয়ে রাখা হয়েছে মানেই তাঁকে পাচার করা হয়েছে এমনটা ধরে নিলে হবে না। শুধু তাই নয়, আদালতের এই নির্দেশিকার ফলে সারা দেশের প্রায় ৯ লাখ যৌনকর্মী উপকৃত হবেন।