Ram Nath Kovind: বিদায় বেলাতেও সমালোচনার মুখে কোবিন্দ, BJP-র দূত কটাক্ষ মুফতির
Connect with us

দেশের খবর

Ram Nath Kovind: বিদায় বেলাতেও সমালোচনার মুখে কোবিন্দ, BJP-র দূত কটাক্ষ মুফতির

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিদায় বেলাতেও সমালোচনার মুখে পড়তে হল দেশের সদ্য প্রাক্তন রাষ্ট্রপ্রধান Ramnath Kovind-কে। রবিবার জাতির উদ্দেশে রাষ্ট্রপতি হিসেবে শেষবার ভাষণ দেন তিনি। আর তাঁর এই ভাষণ নিয়ে কেন্দ্রকে তীব্র ভাষায় বিঁধেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

এদিন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি রামনাথ কোবিন্দের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ”তাঁর আমলেই ভারতে সবথেকে বেশি সংবিধান লঙ্ঘিত হয়েছে”। গত পাঁচ বছরে কেন্দ্রের শাসক দলের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কোবিন্দ সচেষ্ট হয়েছিলেন বলেও দাবি করেন মেহবুবা মুফতি।

শুধু তাই নয়, উপত্যকায় ৩৭০ ধারা তুলে নেওয়ার প্রসঙ্গ তুলে ধরেন মেহবুবা। এর ফলে ভূস্বর্গের মানুষ তাঁদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন বলে মনে করেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Advertisement

আরও পড়ুন: শিক্ষক নিয়োগে অনিয়ম, পার্থের আত্মীয়ের বাড়িতে IT হানা

এছাড়া নাগরিকত্ব (সংশোধনী) আইন প্রণয়নে প্রাক্তন রাষ্ট্রপতির ভূমিকারও তীব্র নিন্দা করেন মুফতি। কোবিন্দের মেয়াদকালেই দেশে সংখ্যালঘু থেকে শুরু করে দলতিরা সবচেয়ে বেশি লাঞ্ছনার শিকার হয়েছেন বলে উল্লেখ করেছেন পিডিপি সুপ্রিমো (PDP)।

অন্যদিকে, আজ সোমবার দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু। তিনি হলেন ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি। এছাড়াও ভারতে এই প্রথম কেউ আদিবাসী সম্প্রদায়ের থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। সোমবার সংসদের সেন্ট্রাল হলে রাষ্ট্রপতি হিসেবে প্রথম ভাষণ দেন দ্রৌপদী। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচিত হওয়া দ্রৌপদী দেশের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি।

Advertisement

আরও পড়ুন: Pune Air Craft Crash: প্রশিক্ষণের মহড়া চলার সময় মাঝ আকাশে ভেঙে পড়ল বিমান

দ্রৌপদী মুর্মু বলেন, ‘সকলের আশীর্বাদে আমি দেশের রাষ্ট্রপতি হয়েছি। আমি প্রগতিশীল একটি দেশের রাষ্ট্রপতি হয়েছি। নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমিই দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া প্রথম ব্যক্তি যে ভারতের স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছে। ভারতের নাগরিকদের কাছে আমার আবেদন, স্বাধীনতা সংগ্রামীদের প্রত্যাশা পূরণ করতে আমাদের সকলকে এক সঙ্গে চেষ্টা করতে হবে।’

আরও পড়ুন: ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু

Advertisement

আরও পড়ুন: ১২ বছর পলাতক থাকার পর মেয়েরা পরীক্ষায় পাশ করতেই আত্মসমর্পণ খুনের আসামির

আরও পড়ুন: মেয়ের ‘অবৈধ পানশালা’ নিয়ে বিস্ফোরক স্মৃতি ইরানি

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.