দেশের খবর
রক্ত নেওয়ার পরই HIV সংক্রামিত ৪ শিশু, সর্বনাশা ব্যাধিতে প্রাণ হারাল ১

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রক্ত নেওয়ার পরই শরীরে ধরা পড়ল এইচআইভি রোগের (HIV ) সংক্রমণ। ঘটনায় গুরুত্বর অসুস্থ ৪ জন। তাদের মধ্যে ১ জনের মৃত্যুও হয়েছে বলে সূত্রের খবর।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের নাগপুরে। যে চারজন শিশুর শরীরে এইচআইভি সংক্রমণ ধরা পড়েছে তারা সকলেই থ্যালসেমিয়া রোগে আক্রান্ত বলে জানা গিয়েছে। ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত নেওয়ার পরই এই ধরণের ঘটনা ঘটেছে বলে নাগপুর স্বাস্থ্যদফতর সূত্রে খবর।
এই বিষয়ে নাগপুরের স্বাস্থ্য বিভাগের অ্যাসিস্টান্ট ডিরেক্টর ডঃ RK Dhakate বলেন, ”রক্ত নেওয়ার পর মোট ৪ জন শিশুর শরীরে HIV সংক্রমণ ধরা পড়েছে। তাদের মধ্যে ১ জনের মৃত্যুও হয়েছে। ঘটনাটি খুব মর্মান্তিক। কীভাবে এই ঘটনা ঘটল এবং এর পিছনের প্রকৃত দোষীদের খুঁজে বের করতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”
আর পড়ুন: ভিসা দুর্নীতিতে নাম জড়িয়েছে পি চিদাম্বরম পুত্রের, ফের ৩০ মে CBI তলব
তিনি আরও, চার শিশুর এইচআইভি আক্রান্তের খবরে পুরো বিষয়টি বিশদে জানতে প্রাথমিক তদন্ত শুরু করেছে রাজ্য ফুড অ্যান্ড ড্রাগ ডিপার্টমেন্ট। এই ঘটনায় প্রাথমিক তদন্তও শুরু করেছে। থ্যালাসেমিয়া রোগীদের দেওয়া রক্তের নিউক্লিক অ্যাসিড টেস্ট (NAT) পরীক্ষা শীঘ্রই করা হবে বলে জানানো হয়েছে। এছাড়াও ওই রোগীদের চিকিৎসা করা চিকিৎসক জানান, রোগীদের দূষিত রক্ত সরবরাহ করা হয়েছিল।
এই বিষয়ে ডাঃ ভিকি রুগওয়ানি বলেন, “চিকিৎসার সময় তাদের রক্ত পরীক্ষা করা হয় এবং রক্তে এইচআইভি সংক্রমণ পাওয়া যায়। অভিযোগ, ব্লাড ব্যাঙ্ক তাদের দূষিত রক্তদেওয়ার পরে তারা এইচআইভি এবং হেপাটাইটিস বি-তে আক্রান্ত হয়েছিল। এই রোগে আক্রান্ত শিশুদের দেওয়া রক্তের ন্যাট পরীক্ষা করা প্রয়োজন। থ্যালাসেমিয়া হলেও ব্লাড ব্যাঙ্কে এই সুবিধা না থাকার কারণে শিশুরা এইচআইভি সংক্রমণের শিকার হয়”।
আর পড়ুন: উপত্যকায় মর্মান্তিক ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে গাড়ি ছিটকে পড়ল খাদে, মৃত ৯
উল্লেখ্য, এর আগে ৫ জন থ্যালাসেমিক শিশু হেপাটাইটিস সি দ্বারা সংক্রামিত হয়েছিল এবং ২ জন শিশু হেপাটাইটিস বি-তে আক্রান্ত হয়েছিল বলে জানা গিয়েছে।