দেশের খবর
বানচাল অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত ৩ লস্কর জঙ্গি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের ভূস্বর্গে অনুপ্রবেশের ছক বানচাল করল পুলিশ। জম্মু ও কাশ্মীরে ৩ লস্কর সন্ত্রাসবাদীকে গুলি করে হত্যা করল পুলিশ।
সূত্রের খবর, বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের Kupwara জেলা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল নিহত ওই ৩ লস্কর জঙ্গি। এই বিষয়ে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর কাছে আগে থেকেই খবর ছিল। সেইমতো গোপন সূত্রে খবর পেয়ে এদিন কুপওয়ারার জুমাগুন্ড গ্রামে সন্ত্রাসীদের অনুপ্রবেশে বাধা দেয় সেনাবাহিনী এবং পুলিশ। জঙ্গিদমনের এই ঘটনায় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ৩ লস্কর বাহিনীর সদস্য জঙ্গি।
কাশ্মীরের পুলিশ ইন্সপেক্টর বিজয় কুমার বলেন, ”নিহত সন্ত্রাসবাদীরা লস্কর ই-তৈবার (LET) সঙ্গে যুক্ত ছিল। নিহতদের চিহ্নিত করা গিয়েছে এবং তাঁদের কাছ থেকে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে ভূস্বর্গে কাশ্মীরি পন্ডিত হত্যার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন নিহত পন্ডিত রাহুল ভাটের পরিবারের সদস্যরা।
আরও পড়ুন: সিঙ্গাপুরে নিষিদ্ধ ‘কাশ্মীর ফাইলস’
কাশ্মীরের চদুরা টাউনের জঙ্গিদের ছোড়া গুলিতে প্রাণ হারাণ ওই যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, নিহত যুবকের নাম রাহুল ভাট (Rahul Bhat)। ওই হামলার ঘটনাটি ঘটে উপত্যকার চদুরাগ্রামে।
আরও পড়ুন: কাশ্মীরি পন্ডিতের হত্যার প্রতিবাদে উত্তাল ভূস্বর্গ, কাঁদানে গ্যাস ছুঁড়ল পুলিশ
স্থানীয় তহশিলদারের কার্যালয়ে ঢুকে রাহুলকে নিশানা করে জঙ্গিরা। তাঁকে খুব কাছ থেকে গুলি করা হয়। তাতে গুরুতর জখম হন ওই যুবক। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।