মহানগর
হাসপাতাল থেকে ছাড়া পেতেই অনুব্রতকে CBI তলব, নিজাম প্যালেস হাজিরার নির্দেশ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ১৭ দিন হাসপাতালে থাকার পর শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফিরেছেন। ২৪ ঘণ্টাও কাটল না। তার আগেই গরু পাচার মামলায় আবারও অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে তলব করল CBI।
প্রথমে শনিবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যে তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আরও একটি নোটিশ দিয়ে বীরভূমের এই দাপুটে নেতাকে রবিবার সকাল ১১ টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিল সিবিআই। হৃদযন্ত্রে দু’টি ব্লকেজ ধরা পড়ায় বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে আগামী ৪ সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাই রবিবার সকালে তিনি নিজাম প্যালেস হাজিরা দেবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। শুক্রবার সন্ধ্যায় হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এই জল্পনাই ঘোরাফেরা করছিল যে, এবার কি তাঁকে ডেকে পাঠাবে সিবিআই? সেই জল্পনাই সত্যি হল। তবে চিকিৎসকদের দেওয়া চার সপ্তাহের সম্পূর্ণ বেডরেস্টের পরামর্শই এখন রক্ষাকবচ অনুব্রত মন্ডলের কাছে। তিনি কী করবেন, সেটাই এখন দেখার।
গত ৬ এপ্রিল থেকে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। তাঁর হৃদযন্ত্রে দু’টি ব্লকেজ ধরা পড়েছে। সেই কারণে তাঁকে বেশ কিছু টেস্ট করতে দেওয়া হয়েছে। সেই টেস্টের রিপোর্ট দেখে তাঁর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন চিকিৎসকরা। আপাতত তাঁকে চার সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সমস্ত পরীক্ষার রিপোর্ট এসে গেলে আবার তাঁকে চেকআপে আসতে হবে।
আরও পড়ুন: ১৭ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন অনুব্রত মণ্ডল
গরু পাচার মামলায় সিবিআই তাঁকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালে গত ৫ এপ্রিল বীরভূম থেকে কলকাতায় আসেন অনুব্রত মণ্ডল। কিন্তু হঠাৎই বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট শুরু হওয়ায় ৬ এপ্রিল তিনি এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন। স্লিপ অ্যাপনিয়া শ্বাসকষ্ট-সহ একাধিক শারীরিক অসুস্থতায় ভুগছিলেন অনুব্রত। টানা বুকে ব্যথা এবং হাঁটলেই হাঁফ ধরে যাওয়ার সমস্যাও দেখা দেয়। সেই কারণে গত বুধবার তাঁর সিটি এনজিও করা হয়। সেই রিপোর্টেই তাঁর হৃদযন্ত্রে দু’টি ব্লকেজ ধরা পড়ে। একটি আর্টারিতে ৭০ শতাংশ এবং অপরটিতে ৬০ শতাংশ ব্লকেজ ধরা পড়ে।
আরও পড়ুন: রোগী ICU-তে এমন অবস্থায় চলে গিয়েছে যে, সে স্যালাইন নিচ্ছে না : দিলীপ ঘোষ
এছাড়াও তাঁর অন্ডকোষেও সংক্রমণ ধরা পড়েছিল। সেই কারণে গঠিত হয়েছিল মেডিক্যাল বোর্ডও। সংক্রমণ ছড়িয়ে পড়ায় একটা সময় শোনা যাচ্ছিল তাঁর অণ্ডকোষ কেটে বাদ দিতে হতে পারে। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ায় পর তাঁর আইনজীবী জানিয়েছিলেন, তিনি সিবিআইকে বিষয়টা জানাবেন। তারপরই শনিবার অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে তলব করল সিবিআই। গরু পাচার মামলায় এই নিয়ে ষষ্ঠবার অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই। প্রতিবারই তিনি অসুস্থতা বা দলীয় কর্মসূচিতে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। এবার তিনি কী করেন সেটাই এখন দেখার।