Mamata Banerjee : অন্যায় করলে নেতামন্ত্রীদেরও রেয়াত করি না, নাম না করে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের
Connect with us

বাংলার খবর

Mamata Banerjee : অন্যায় করলে নেতামন্ত্রীদেরও রেয়াত করি না, নাম না করে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সোমবার নজরুল মঞ্চে বঙ্গসম্মান প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

তিনি বলেন, ”সত্য প্রমাণ হলে কারাদণ্ড দিন। আমি কোনও অন্যায়কে সমর্থন করি না। কেউ কখনও কখনও অন্যায় করতেই পারে। সবাই সাধু বলতে পারব না। একজন মহিলার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে। সত্য প্রমাণ হলে কারাদণ্ড দিন। জ্ঞানত করলে অপরাধ, অজ্ঞানত করলে আলাদা ব্যাপার। জেনেশুনে কখনও অন্যায় করিনি। না জেনে ভুল করলে ক্ষমা চাইব। সঠিক সময়ের মধ্যে বিচার হোক”।

”কখনও কেউ কেউ ট্র্যাপ করে। আমি নিজের এমএলএ, এমপি কাউকে কেয়ার করি না। মন্ত্রীদেরও ছাড়া হয় না। অযথা আমার গায়ে কালি ছেটানো হচ্ছে। আমার গায়ে কালি ছেটানোর চেষ্টা করবেন না। আমি অন্যায় দেখে নিজের দলের ছেলেদের অ্যারেস্ট করিয়েছি। বই থেকে রয়্যালিটি পাই, কারও পয়সায় খায় না। মন্ত্রীদেরও ছাড়া হয় না। আমার ধারণা রাজনীতি মানে ত্যাগ”। 

Advertisement

তিনি আরও বলেন, দল ও সরকারের সঙ্গে ওই মহিলার যোগ নেই। কে কার বন্ধু আমি কি করে জানব। এখানে SSKM, NRS, বাঙ্গুর আছে, তাহলে AIIMS বা কমান্ড কেন? এটা বাংলার অপমান। এটা কেউ করতে পারে, আমি ভাবতে পারি না। বিচার ব্যবস্থা যা বলবে তাই হবে। কেউ অনুষ্ঠানে ডেকে নিয়ে গেলে কে কোথায় আছে তা আমি কি করে জানব। আমি মর্মাহত। একলক্ষ ছেলেমেয়ের চাকরি, ২০০ জনের চাকরি ভুল হতে পারে। মানুষ যা চাইবে তাই করব। হুমকির কাছে মাথা নত করব না। সারদা-নারদ মামলায় বদনাম করার চেষ্টা করেছে। কেন্দ্র সাধু আর বাংলা চোর”।  

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.