ডেউচা পাঁচামি জমিদাতাদের হাতে তুলে দেওয়া হল চাকরির নিয়োগপত্র
Connect with us

বাংলার খবর

ডেউচা পাঁচামি জমিদাতাদের হাতে তুলে দেওয়া হল চাকরির নিয়োগপত্র

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অপেক্ষার অবসান। প্রতিশ্রুতি পালন। জমিদাতাদের স্বস্তি। ডেউচা পাঁচামি প্রস্তাবিত কয়লা খনি এলাকায় জমিদাতাদের হাতে তুলে দেওয়া হল চাকরির নিয়োগপত্র।

বীরভূমের মহম্মদ বাজার ব্লকের অন্তর্গত ডেউচা পাচামি প্রস্তাবিত কয়লা খনি এলাকায় যে সকল জমিদাতারা তাদের জমি দিয়েছেন তাদের পরিবারের এক এক জন সদস্যদের হাতে তুলে দেওয়া হল জুনিয়র কনস্টেবল পদে চাকরির নিয়োগ পত্র।

শুক্রবার সিউড়ির ইনডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে চাকরির এই নিয়োগ পত্র তুলে দেওয়া হয়। যেখানে উপস্থিত ছিলেন বীরভূম জেলাশাসক বিধান রায় সহ অন্যান্য জেলা প্রশাসনের আধিকারিকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সকল জমিদাতাদের চাকরির নিয়োগের বিষয়ে আগেই ঘোষণা করেছিলেন। সেইমতো তাদের শারীরিক প্রশিক্ষণ সহ অন্যান্য প্রশিক্ষণ শুরু হয়। সেই সকল প্রশিক্ষণ শেষে অবশেষে শুক্রবার আনুষ্ঠানিকভাবে তাদের চূড়ান্ত নিয়োগপত্র তুলে দিল বীরভূম জেলা প্রশাসন।

Advertisement

আরও পড়ুন: Breaking News: NDA প্রার্থী দ্রৌপদী মুর্মুর সমর্থন চেয়ে তৃণমূল সাংসদদের চিঠি সুকান্ত-শুভেন্দুর

কয়েকমাস আগেই জমিদাতাদের মনোনীত সদস্যদের বাছাই করা হয়েছিল চাকরীর জন্য। হয়েছিল শাররীক মাপঝোক। স্বাস্থ্যপরীক্ষা। অপেক্ষা ছিল স্রেফ নিয়োগের। তাও হয়ে গেল। এখন চাকরীতে যোগ দেওয়া শুধু সময়ের অপেক্ষা। স্বাভাবিকভাবেই এই চাকরি প্রদান প্রস্তাবিত কয়লা খনি প্রকল্পের ক্ষেত্রে এক বিরাট অগ্রগতি বলেই মানছেন ওয়াকিবহাল মহল। ৩০০ জনকে দেওয়া হয়েছে নিয়োগপত্র। তবেই এই প্রক্রিয়া চলবেই বলে জানা গেছে জেলা প্রশাসন সূত্রে।

অন্যদিকে, ফের স্বমহিমায় অনুব্রত মন্ডল। দীর্ঘ অনুপস্থিতির পর আবারও বীরভূমের কেষ্টদা সভামঞ্চে। করলেন বক্তৃতাও। কখনও শারিরীক অসুবিধা, কখনও শ্বাসকষ্ট, কখনও বা সিবিআইয়ের ডাক। প্রথা ভেঙে কার্যত নিভৃতবাসে ছিলেন তিনি। সেই নিভৃতবাস কাটল।

Advertisement

আরও পড়ুন: প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিনে একগুচ্ছ কর্মসূচী বামেদের

সিউড়িতে শুক্রবার দেখা গেল সভামঞ্চে। দেউচা পাঁচামী কয়লা খনি প্রকল্পের জন্য যারা জমি দিয়েছেন সেই পরিবার পিছু এক জনের হাতে চাকরির নিয়োগপ্ত্র প্রদানের অনুষ্ঠানে হাজির রইলেন তৃণমূলের বীরভুম জেলা সভাপতি অনুব্রত মন্ডল।

Advertisement