বাংলার খবর
অ্যাকোয়াগার্ডের জল আনতে গিয়ে বিপত্তি, বিদ্যুৎপৃষ্ট ছাত্রী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: স্কুলের অ্যাকোয়াগার্ডে জল খেতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট চতুর্থ শ্রেণীর এক ছাত্রী। সোমবার ঘটনাটি ঘটেছে হাওড়ার বাঁকড়ার মিশ্র পাড়া এলাকায়। অচৈতন্য অবস্থায় ওই ছাত্রীকে ভর্তি করানো হয়েছে স্থানীয় হাসপাতালে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ জানিয়েছে ওই ছাত্রীর নাম আফরিন পারভিন(৯)। সে বাকরার মিশ্র পাড়া শিক্ষা কেন্দ্রের চতুর্থ শ্রেণীর ছাত্রী। এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ সময় স্কুলের অ্যাকোয়াগার্ডে জল খেতে গিয়ে সে বিদ্যুৎসৃষ্ট হয়। এরপরই দ্রুত তাকে অচৈতন্য অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: বাংলা খুঁজছে ধনখড়ের উত্তরসূরি, দৌড়ে শিশির অধিকারী জল্পনা তুঙ্গে
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বেলা সাড়ে ১২টা নাগাদ ক্লাস থেকে জল খেতে বেরিয়েছিল আফরিন পারভিন নামের চতুর্থ শ্রেণির ওই ছাত্রী। স্কুলে বিদ্যুৎচালিত ঠান্ডা পানীয় জলের জন্য একটি ফ্রিজার রয়েছে।
অভিভাবকরা জানিয়েছেন, ওই ফ্রিজার থেকে জল নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় আফরিন। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে সে ছিটকে পড়ে। তাকে অচৈতন্য অবস্থায় অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। আপাতত তার শারীরিক অবস্থা স্থিতীশীল বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনে ‘রিসর্ট রাজনীতি’ বিতর্ক, টুইটে খোঁচা অভিষেকের
ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর ছড়িয়ে পড়তেই স্কুলে জড়ো হতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে আসেন ডোমজুড় থানা এবং বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশকর্মীরা। বেগতিক দেখে সঙ্গে সঙ্গেই স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়।