রাজনীতি
গৃহস্থ বাড়ির পিছনে রাখা ছিল জার ভর্তি বোমা, তারপর যা হল…

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: জার ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বেলডাঙা থানার হিজলি মাঠপাড়া এলাকায়। শনিবার মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার হিজলি মাঠপাড়া এলাকায় তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
এদিন সকালে একটি বাড়ির পিছনে জার ভর্তি তাজা বোমা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর বিষয়টি দেখে তাঁদের সন্দেহ হয়। গ্রামবাসীরাই তৎক্ষণাৎ বেলডাঙ্গা থানায় খবর দেন। এদিকে তাজা বোমার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় বেলডাঙা থানার পুলিশ। তাঁরা ওই ঘটনাস্থলে এসে জার ভর্তি তাজা বোমা উদ্ধার করে এবং সেই বোমা গুলি নিষ্ক্রিয় করবার জন্য মুর্শিদাবাদ জেলা বোম ডিসপোজ স্কোয়াডকে খবর দেন।
তবে কে বা কারা কি উদ্দেশ্যে ওই বোমা-গুলি মজুত করে রেখেছিল তা এখনও স্পষ্ট নয়। পাশাপাশি ওই জারের মধ্যে কতগুলি বোমা রয়েছে তা এখনও জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ।
আরও পড়ুন: ত্রিপুরা হয়ে বাংলাদেশে পালানোর আগেই গ্রেফতার ৬ রোহিঙ্গা
অন্যদিকে, ফের ছয় শিশু সহ মোট ১৩ জন রোহিঙ্গাকে গ্রেফতার করল GRP। নিউ জলপাইগুড়ি স্টেশনের জিআরপি সূত্রে জানা গিয়েছে , শুক্রবার জম্মু ও দিল্লি থেকে দু’ভাগে ভাগ হয়ে এনজেপি স্টেশনে পৌঁছেছিল ১৩ জনের এই রোহিঙ্গা দলটি।
আরও পড়ুন: বিশ্ব বডিবিল্ডিং-এ বাংলার মুকুটে নয়া পালক, মিষ্টার ইউনিভার্স ইন্ডিয়ার সিলভার জয়ী হলেন হুগলীর তরুণ
শুক্রবার বিকেলে তাঁরা নিউ জলপাইগড়ি স্টেশন থেকে অসমের ট্রেন ধরার অপেক্ষায় ছিল। ঠিক তখনই জিআরপি আধিকারিকদের নজরে আসে। এবং তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে রেল পুলিশ।