বাংলার খবর
১৭ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন অনুব্রত মণ্ডল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : অবশেষে ১৭ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন অনুব্রত মণ্ডল। শুক্রবার সন্ধ্যায় এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেয়ে চিনার পার্কে নিজের বাড়িতে ফিরলেন তিনি। গত ৬ এপ্রিল থেকে হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি ছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর হৃদযন্ত্রে দু’টি ব্লকেজ ধরা পড়েছে। সেই কারণে তাঁকে বেশ কিছু টেস্ট করতে দেওয়া হয়েছে। সেই টেস্টের রিপোর্ট দেখে তাঁর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন চিকিৎসকরা। আপাতত তাঁকে চার সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সমস্ত পরীক্ষার রিপোর্ট এসে গেলে আবার তাঁকে চেকআপে আসতে হবে।
গরু পাচার মামলায় সিবিআই তাঁকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালে বীরভূম থেকে কলকাতায় এসেছিলেন অনুব্রত মণ্ডল। কিন্তু হঠাৎই বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট শুরু হওয়ায় গত ৬ এপ্রিল তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি হন। স্লিপ অ্যাপনিয়া শ্বাসকষ্ট-সহ একাধিক শারীরিক অসুস্থতায় ভুগছিলেন অনুব্রত। টানা বুকে ব্যথা এবং হাঁটলেই হাঁফ ধরে যাওয়ার সমস্যাও দেখা দেয়। সেই কারণে গত বুধবার তাঁর সিটি এনজিও করা হয়। সেই রিপোর্টেই তাঁর হৃদযন্ত্রে দু’টি ব্লকেজ ধরা পড়ে। এছাড়াও তাঁর অন্ডকোষেও সংক্রমণ ধরা পড়েছিল। সেই কারণে গঠিত হয়েছিল মেডিক্যাল বোর্ডও। সংক্রমণ ছড়িয়ে পড়ায় একটা সময় শোনা যাচ্ছিল তাঁর অণ্ডকোষ কেটে বাদ দিতে হতে পারে। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
তিনি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ায় এখন দেখার, সিবিআই এবার কী পদক্ষেপ নেয়। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর অনুব্রত মণ্ডলের আইনজীবী জানিয়েছেন, তিনি সিবিআইকে বিষয়টা জানাবেন। যদিও অনুব্রত আগেই জানিয়েছিলেন সিবিআই আধিকারিকরা চাইলে হাসপাতালে এসে তাঁর সঙ্গে কথা বলতে পারেন। সিবিআই-এর পক্ষ থেকে অনুব্রত মণ্ডলের চিকিৎসার সমস্ত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ সেই রিপোর্ট কেন্দ্রীয় সংস্থার কাছে পাঠিয়ে দিয়েছিল। এবার সিবিআই কী সিদ্ধান্ত নেয়, সেই দিকেই তাকিয়ে সকলে।