বাংলার খবর
আমরা বিত্তবান প্রধানমন্ত্রী চাই না, একুশের মঞ্চে দাঁড়িয়ে গেরুয়া শিবিরকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনা আবহে টানা দু’বছর ভার্চুয়াল সভা করার পর অবশেষে ২০২২ সালে এসে অনুষ্ঠিত হচ্ছে তৃণমূলের অফলাইন শহিদ দিবসের অনুষ্ঠান। আজ সব পথ ধর্মতলামুখী। বৃষ্টির মধ্যেও ধর্মতলা চত্বরে জনসমুদ্র। বৃষ্টি ভিজেই এদিন কর্মীদের বার্তা দিতে মঞ্চে উপস্থিত হন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
লক্ষ্মীবারে মঞ্চে উঠেই তৃণমূল সুপ্রিমো বলেন, ”একুশে জুলাই বৃষ্টি হয়। ঝমঝমা ঝম বৃষ্টি আর বিজেপি খুব হাসছিল, সিপিএম খুব কাঁদছিল। আরও অনেকে ভেবেছিল বৃষ্টির জন্য তৃণমূল কংগ্রেসের মিটিং গেল। কিন্তু তা হয়নি। মানুষের বৃষ্টি ২০২৪-এ বিজেপিকে ভাসাবে। আমাদের মেরুদণ্ড সোজা, আমরা মাথা উঁচু করে চলি। একুশ কখনও ভুলে যায় না। একুশ মনে রাখে। তাই তো বলি আবার আবার ফিরে এসো বারবার। তৃণমূল কংগ্রেস থাকলে স্বাস্থ্যসাথী , লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, ভাতা পাবেন, জয়যোহার পাবেন, সবুজসাথী পাবেন”।
আরও পড়ুন: বৃষ্টি যখনই হয়েছে বিরোধিরা ধরাশায়ী হয়ে গিয়েছে: অভিষেক বন্দ্যোপাধ্যায়
তিনি বলেন, ”কেউ তৃণমূলের নামে টাকা তুললে থানায় যাবেন। কোনও কর্মী খেতে না পেলে আমায় বলবেন। ভয় পাবেন না। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমি ভয় করব না’ গানের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। ভোট না দিলে ED-র ভয় দেখাচ্ছে। আদিবাসীদের অধিকার দিচ্ছে না। বিজেপির কারাগার ভাঙো। ২৪-এ বিজেপির কারাগার ভাঙো। BJP-র সরকার, বিড়াল তপস্বীর সরকার”।
আরও পড়ুন: সমর্থকদের থেকে মুড়ি চেয়ে GST ইস্যুতে কেন্দ্রকে তোপ মমতার
তিনি আরও বলেন, ”শুধু এখানেই নয়, ত্রিপুরা, অসম, মেঘালয়, গোয়া সব জায়গাতেই তৃণমূলকে জিততে হবে। এদিন ধর্মতলার সভামঞ্চ থেকে কর্মী সমর্থকদের এই বার্তায় দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একুশ লড়ে, একুশ করে, একুশ জেতে, একুশ দিশা দেখায়, একুশ মানেই তৃণমূলের দর্শণ। তৃণমূল কংগ্রেসই পারে সবাইকে নিয়ে এই কাজটা করতে। লোকসভায় সব আসন জিততে হবে। আমরা গরিবের প্রধানমন্ত্রী চাই, বিত্তবান প্রধানমন্ত্রী আমরা চাই না”।