বাংলার খবর
মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, অফিস টাইমে ভোগান্তিতে যাত্রীরা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: তিন দিনের মাথায় ফের আত্মহত্যার ঘটনা ঘটল কলকাতা মেট্রোতে। এবার কালীঘাট মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। ঘটনায় প্রায় ৩৫ মিনিট ব্যাহত হয় কবি সুভাষগামী মেট্রো পরিষেবা।
জানা গিয়েছে, এদিন সকাল ১০টা নাগাদ কালীঘাট মেট্রো স্টেশলে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। ঘটনায় সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেই সেখানেই মৃত্যু হয় ঐ ব্যক্তির। এদিকে অফিস টাইমে আত্মহত্যার ঘটনায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল ব্যাহত হয়। যদিও প্রায় ঘণ্টাখানেক পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
আরও পড়ুন: দুই ভাই মিলে ছক কষেই গিরিশ পার্কে সোনার দোকানে লুঠ, হতবাক পুলিশ
এদিকে গত সোমবার বেলা ১২টা ৩৫ মিনিট নাগাদ গিরীশ পার্ক মেট্রো স্টেশনে কবি সুভাষগামী একটি মেট্রোর সামনে ঝাঁপ দেন এক মহিলা। চলন্ত ট্রেনের সামনে আত্মহত্যা করেন ওই মহিলা। এর জেরে সাড়ে ১২টার পর থেকে কবি সুভাষগামী মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে মহিলাকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করেন গিরিশ পার্ক থানার পুলিশ।
আরও পড়ুন: Breaking News: লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা মহিলার, বন্ধ গিরিশ পার্ক-নিউ গড়িয়াগামী মেট্রো
দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি মৃতার পরিচয় জানার চেষ্টা চলছে৷ তবে শেষ পর্যন্ত দুপুর ১টা ২৩ মিনিট থেকে ওই লাইনে মেট্রো চলাচল স্বাভাবিক হয়। তবে এই ঘটনার জেরে দমদম স্টেশন প্রচুর মানুষের ভিড় জমে যায়। অনেক মানুষ বিভিন্ন স্টেশনে আটকে পড়েন। অনেকেরই গন্তব্যে পৌঁছতে দেরি হয়ে যায়। মেট্রো না চলায় গন্তব্যে পৌঁছতে বিকল্প পথ ধরতে হয় নিত্যযাত্রীদের।