বাংলার খবর
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জলপাইগুড়ির এক শিক্ষককে সিবিআই তলব

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে এবার নাম জড়াল জলপাইগুড়ির এক শিক্ষকের। রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সদস্য পঞ্চানন রায়কে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল সিবিআই। পঞ্চানন রায়কে শনিবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
জানা গিয়েছে, পঞ্চানন রায় একজন প্রাইমারি শিক্ষক। এবং এলাকায় শাসক দলের নেতা হিসেবেও পরিচিত। আবার জলপাইগুড়ি জেলার ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি। শুধু তাই নয়, এলাকার প্রভাবশালী এই নেতা ২০১৩ সাল থেকেই রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের সদস্য। উত্তরবঙ্গ থেকে পঞ্চানন রায়ই একমাত্র সদস্য হিসাবে রয়েছেন পর্ষদে।
সিবিআই এর জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে শনিবার পঞ্চানন রায় জানান, ‘২০১৪ ও ২০১৬ সালের প্রাথমিকে চাকরির ক্ষেত্রে পর্ষদের বোর্ড মিটিঙে আমরা উপস্থিত ছিলাম। চাকরি প্রার্থীদের নম্বর দেওয়ার ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই মিটিঙের অ্যাটেন্ডেন্স খাতায় আমরাই সই করেছিলাম। সেই সূত্র ধরেই আমাদের ডেকে পাঠানো হয়েছে সিবিআই দফতরে। আমরা এর আগে হাজিরা দিইনি। আমাদের হাইকোর্ট জানিয়েছিল, সিবিআই তাদের প্রয়োজনে আমাদের ডাকতে পারে। তাই শনিবার সিবিআই ডেকে পাঠিয়েছে। আমি সিবিআই দফতরে যাব। তাদের সব প্রশ্নের উত্তর আমি দেব।’